Lok Sabha Polls 24: জোট হল না, নির্বাচনে নবীন পট্টনায়কের দলের বিরুদ্ধে প্রার্থী দেবে ওড়িশা বিজেপি

People's Reporter: ওড়িশা বিজেপির রাজ্য সভাপতি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, "ভারতীয় জনতা পার্টি লোকসভার ২১ আসনেই লড়বে। পাশাপাশি বিধানসভার ১৪৭ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি"।
Lok Sabha Polls 24: জোট হল না, নির্বাচনে নবীন পট্টনায়কের দলের বিরুদ্ধে প্রার্থী দেবে ওড়িশা বিজেপি
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

আসন্ন লোকসভা নির্বাচনে ওড়িশায় একলা চলো নীতি নিল সে রাজ্যের বিজেপি ইউনিট। শাসকদল বীজু জনতা দলের সাথে জোটে যেতে রাজি নন বিজেপির রাজ্য সভাপতি মনমোহন সামাল। লোকসভা এবং বিধানসভা ভোটে সবকটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানালেন তিনি।

ওড়িশার শাসক দলের সাথে সম্পর্ক ছিন্ন করার পথে বিজেপি রাজ্য নেতৃত্ব। যদিও দলীয় সূত্রে খবর, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এখনও বিজেডি-র সাথে জোট করেই নির্বাচনে লড়তে আগ্রহী।

শুক্রবার ওড়িশা বিজেপির রাজ্য সভাপতি মনমোহন সামাল নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, "উন্নত ভারত ও উন্নত ওড়িশার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ৪.৫ কোটি ওড়িশাবাসীর আশা পূরণ করতে ভারতীয় জনতা পার্টি লোকসভার ২১ আসনেই লড়বে। পাশাপাশি বিধানসভার ১৪৭ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি"।

ওড়িশায় বিজেপির একলা চলো নীতির কারণও ব্যাখ্যা করেছেন মনমোহন। তিনি লেখেন, "বিগত ১০ বছর ধরে নবীন পট্টনায়ক মহাশয়ের নেতৃত্বে ওড়িশার বিজু জনতা দল নরেন্দ্র মোদী সরকারের একাধিক রাষ্ট্রীয় বিষয়ে সমর্থন করেছেন। আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ"।

বিজেপি নেতা আরও লেখেন, "আমরা দেখছি গোটা দেশে যেখানেই ডবল ইঞ্জিন সরকার চলেছে সেখানেই উন্নয়ন হয়েছেন। সেই রাজ্য সব ক্ষেত্রেই এগিয়েছে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কেন্দ্রের বহু প্রকল্প ঠিক করে ওড়িশায় পৌঁছাচ্ছে না। যার কারণে ওড়িশা দরিদ্র ভাই বোনেরা সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ওড়িশা নিয়ে আমরা রীতিমতো উদ্বেগে আছি"।

Lok Sabha Polls 24: জোট হল না, নির্বাচনে নবীন পট্টনায়কের দলের বিরুদ্ধে প্রার্থী দেবে ওড়িশা বিজেপি
Lok Sabha Polls 24: হোয়াটস অ্যাপে মোদী সরকারের 'বিকশিত ভারত' মেসেজ বন্ধের নির্দেশ দিল নির্বাচন কমিশন
Lok Sabha Polls 24: জোট হল না, নির্বাচনে নবীন পট্টনায়কের দলের বিরুদ্ধে প্রার্থী দেবে ওড়িশা বিজেপি
Congress: একদিনে দেশের চার প্রান্তের চার হেভিওয়েট নেতার কংগ্রেসে যোগদান, অনেকটাই ভরসা পেল ‘হাত’

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in