নভেম্বর পড়তেই চড়চড়িয়ে বাড়ছে পেঁয়াজের দাম। সোমবার কলকাতায় এক কেজি পেঁয়াজের দাম ৮৫ টাকা। কলকাতার পাশাপাশি, এদিন মুম্বাই এবং দিল্লির মতো শহরগুলোতে পেঁয়াজের দাম ৮০ টাকা ছুঁয়ে ফেলেছে। আর যা মধ্যবিত্তের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। পেঁয়াজের এই আচমকা দাম বাড়ার নেপথ্যে রাজনৈতিক গন্ধ পাচ্ছেন বিশেষজ্ঞরা।
গত কয়েকদিন ধরে কলকাতার বাজারে পেঁয়াজের দাম ৪০ থেকে ৬০ টাকার মধ্যে ঘোরাফেরা করছিল। কিন্তু গত তিন-চারদিনে তা আচমকাই বেড়ে গেছে। গত চারদিনে ২০ শতাংশ বেড়েছে পেঁয়াজের দাম। কলকাতায় বিভিন্ন এলাকায় পেঁয়াজের দাম পৌঁছেছে ৮৫ টাকাতে। অন্যদিকে, দিল্লি এবং মুম্বাইতে পেঁয়াজের দাম যথাক্রমে ৭০ এবং ৮০ টাকা কেজি।
বিশেষজ্ঞদের মতে আচমকা এই পেঁয়াজের দাম বাড়ার পিছনে রয়েছে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে পেঁয়াজ চাষিদের ভোটের বড় অংশ যায়নি বিজেপির ঝুলিতে। পেঁয়াজ চাষের জন্য বিখ্যাত এলাকাও হাতছাড়া হয়েছে বিজেপির। আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন। এহেন অবস্থায় নির্বাচনের আগে পেঁয়াজ চাষিদের খুশি করার জন্যেই আচমকা পেঁয়াজের মূল্য বৃদ্ধি করা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
গত শুক্রবার নাসিকে প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “পেঁয়াজ চাষের জন্য নাসিক খুবই গুরুত্বপূর্ণ। এখানকার চাষিদের জন্য পেঁয়াজ রপ্তানির নীতিতে অনেক বদল এনেছে কেন্দ্র।” এরপর থেকেই ধীরে ধীরে বেড়েছে পেঁয়াজের দাম। এদিকে পেঁয়াজের দাম বাড়ার ফলে খুশি মহারাষ্ট্রের কৃষকরা। নাসিকের চাষিদের মতে, প্রতি কুইন্টাল পিঁয়াজে ৬ হাজার টাকা লাভ করছেন তাঁরা। নতুন ফসল ওঠা না পর্যন্ত অগ্নিমূল্য থাকবে পেঁয়াজ, এমনটাই মত তাঁদের।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন