মঙ্গলবার সকাল থেকেই চলছে ভোট গণনা। আর তার আগে বিস্ফোরক অভিযোগ তুললেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। অখিলেশের অভিযোগ, সোমবার রাত থেকে বিরোধী দলের কর্মীদের ‘গৃহবন্দী’ করে রাখা হচ্ছে।
সোমবার রাতে নিজের এক্স হ্যান্ডেলে একটি সিসিটিভি ভিডিও ফুটেজ প্রকাশ করেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। সেখানে তিনি অভিযোগ করেন, “উত্তরপ্রদেশের মির্জাপুর, আলিগড়, কনৌজ জেলার কর্মীদের গৃহবন্দি করার চেষ্টা হচ্ছে। উত্তরপ্রদেশের অনেক জেলায় জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ প্রশাসন অবৈধভাবে বিরোধী দলের রাজনৈতিক কর্মীদের নজরবন্দি করে রাখছে। যাতে তারা আগামীকাল ভোট গণনায় অংশ নিতে না পারেন।“
তিনি আরও লেখেন, “যখন সব রাজনৈতিক দলগুলি শান্তিপূর্ণ অবস্থান নিয়ে রয়েছে, তখন প্রশাসনকেও সব ধরনের অনৈতিক কাজ থেকে দূরে সরে থাকতে হবে। নইলে এর থেকে জনরোষের সৃষ্টি হতে পারে। আমাদের আশা, পক্ষপাতদুষ্ট জেলাশাসক ও প্রশাসকদের সরিয়ে দেওয়া হবে। শান্তিপূর্ণ ভাবেই গণনা হবে।“ নিজের সেই পোষ্টে তিনি সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশনকে মেনশন করেছেন।
উল্লেখ্য, আজ সকাল ৮ টা থেকে গণনা শুরু হয়েছে। উত্তরপ্রদেশে অপ্রত্যাশিত ফল করছে 'ইন্ডিয়া' মঞ্চ। শেষ পাওয়া খবর অনুযায়ী উত্তরপ্রদেশের ৮০ টি আসনের মধ্যে ইন্ডিয়া জোট এগিয়ে ৪২ টি আসনে, বিজেপি এগিয়ে ৩৭ টি আসনে এবং অন্যান্যরা এগিয়ে ১ টি আসনে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন