পাঞ্জাব নির্বাচনে বিজেপির সাথে জোট ঘোষণা করলেন প্রাক্তন কংগ্রেস নেতা ক্যাপ্টেন অমরিন্দর সিং। দিল্লিতে বিজেপি নেতৃত্বের সাথে বৈঠকের পর একথা ঘোষণা করেছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী তথা পাঞ্জাব বিজেপির ইনচার্জ গজেন্দ্র সিং শেখওয়াতকে জড়িয়ে ধরার ছবিও ট্যুইটারে পোস্ট করেছেন তিনি।
সাংবাদিকদের সামনে অমরিন্দর সিং বলেছেন, "বিজেপির সাথে আমাদের জোট নিশ্চিত। শুধুমাত্র আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চলছে। কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করলে জিতবে - আমাদের প্রার্থী নির্বাচনের প্রধান মানদণ্ড সেটাই। আমাদের জোট অবশ্যই, ১০১ শতাংশ নির্বাচনে জয়ী হবে।"
গজেন্দ্র সিং শেখওয়াতও নিজের ট্যুইটারে জোটের বিষয়ে ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, জোট নিয়ে মোট সাত দফা আলোচনা হয়েছে।
গত সেপ্টেম্বর মাসে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। এরপর গত ২ নভেম্বর কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে নিজের রাজনৈতিক দল 'পাঞ্জাব লোক কংগ্রেস' গঠন করেন তিনি। কংগ্রেস ছাড়ার আগেই অমিত শাহ সহ একাধিক বিজেপি নেতার সাথে বৈঠক করেছেন তিনি এবং পাঞ্জাব নির্বাচনে অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেছেন।
আগামী বছরের শুরুর দিকে পাঞ্জাবে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিজেপির সাথে অমরিন্দর সিংয়ের এই জোট নির্বাচনে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন