Lok Sabha Polls 24: তিন দিন পর ষষ্ঠ দফায় ভোটদানের চূড়ান্ত তথ্য প্রকাশ কমিশনের, আবারও বাড়ল হার

People's Reporter: শনিবার রাতে কমিশন জানিয়েছিল, সারা দেশে ভোট পড়েছে ৬১.২ শতাংশ। কিন্তু মঙ্গলবার জানিয়েছে ৬৩.৩৭ শতাংশ। এখানে ২ শতাংশ পার্থক্য দেখা যাচ্ছে।
Lok Sabha Polls 24: তিন দিন পর ষষ্ঠ দফায় ভোটদানের চূড়ান্ত তথ্য প্রকাশ কমিশনের, আবারও বাড়ল হার
ফাইল ছবি
Published on

দেশ জুড়ে কত শতাংশ ভোট পড়েছে ষষ্ঠ দফা নির্বাচনে? ভোটগ্রহণ পর্ব মেটার তিনদিনের মধ্যে মঙ্গলবার সে সংক্রান্ত চূড়ান্ত তথ্য প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, দেশের মোট ৫৮ টি আসনে গড় ভোট পড়েছে ৬৩.৩৭ শতাংশ।

ষষ্ঠ দফা ভোট মেটার পর শনিবার রাত ১১ টা ৪৫ পর্যন্ত ভোট দানের যে তথ্য প্রকাশ করেছিল কমিশন, মঙ্গলবারের তথ্যের সঙ্গে তার পার্থক্য রয়েছে। শনিবার রাতে কমিশন জানিয়েছিল, সারা দেশে ভোট পড়েছে ৬১.২ শতাংশ। কিন্তু মঙ্গলবার জানিয়েছে ৬৩.৩৭ শতাংশ। এখানে ২ শতাংশ পার্থক্য দেখা যাচ্ছে।

ষষ্ঠ দফার নির্বাচনে দেশজুড়ে ভোট হয়েছে ৬ রাজ্য ও দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮ টি কেন্দ্রে। বাংলায় ভোট হয়েছে মোট ৮ টি কেন্দ্রে। কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ষষ্ঠ দফায় সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গের বিষ্ণুপুরে ৮৫.৯১ শতাংশ। এবং সবচেয়ে কম ভোট পড়েছে উত্তরপ্রদেশের ফুলপুরে ৪৮.৯১ শতাংশ।

এছাড়া দিল্লির সাতটি কেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রেই ভোট ছিল ২৫ মে। কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, রাজধানীতে সবচেয়ে বেশি ভোট পড়েছে উত্তর-পূর্ব দিল্লিতে ৬২.৮৯ শতাংশ। এবং সবচেয়ে কম ভোট পড়েছে নয়াদিল্লিতে ৫৫.৪৩ শতাংশ।

২৫ মে ষষ্ঠ দফায় রাজ্যের ৪২ টি আসনের মধ্যে আটটি কেন্দ্রে ভোট ছিল। ভোট গ্রহণ হয়েছে -  বাঁকুড়া, বিষ্ণুপুর, তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায়। এছাড়া উত্তরপ্রদেশের ৮০টির মধ্যে ১৪, হরিয়ানার ১০টির মধ্যে সবগুলি, বিহারের ৪০টির মধ্যে আটটি, ওড়িশায় ২১-এর মধ্যে ছ’টি এবং ঝাড়খণ্ডের ১৪-র মধ্যে চারটিতে ভোট হয়। কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির সাতটির মধ্যে সবক’টি এবং জম্মু ও কাশ্মীরের পাঁচটি লোকসভা কেন্দ্রের মধ্যে একটিতে ভোট হয়েছিল ষষ্ঠপর্বে।

Lok Sabha Polls 24: তিন দিন পর ষষ্ঠ দফায় ভোটদানের চূড়ান্ত তথ্য প্রকাশ কমিশনের, আবারও বাড়ল হার
PM Modi: ওবিসিদের অধিকার কেড়ে মুসলিমদের দেওয়া হচ্ছে - কাকদ্বীপের সভা থেকেও মোদীর মুখে মেরুকরণ
Lok Sabha Polls 24: তিন দিন পর ষষ্ঠ দফায় ভোটদানের চূড়ান্ত তথ্য প্রকাশ কমিশনের, আবারও বাড়ল হার
Odisha Assembly Polls 24: ওড়িশা বিধানসভা নির্বাচনে কোটিপতি প্রার্থীর হার ৩২%, শীর্ষে বিজেডি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in