উত্তর ২৪ পরগণার বারাসাতে বিজেপি প্রার্থী ঘোষণার পর বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। এবার বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে দলের নেতা-নেত্রীরাই কমিশনের কাছে অভিযোগ দায়ের করলেন। যদিও বিজেপি প্রার্থীর দাবি, সবটাই তৃণমূলের চক্রান্ত।
বারাসাত লোকসভা কেন্দ্রে বিজেপি স্বপন মজুমদারকে প্রার্থী ঘোষণা করে। আর তার পর থেকে দলের অন্দরেই চাপানতোর শুরু হয়। স্বপন মজুমদারের হয়ে দলের নেতারাই প্রচার করতে অস্বীকার করেছেন বলে জানা গেছে। স্বপন মজুদারের বিরুদ্ধে বারাসাতের বহু জায়গায় পোষ্টার পড়েছে তাঁকে ভোট না দেওয়ার দাবি জানিয়ে।
একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। ভাইরাল ওই ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘‘বারাসাত লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী হয়েছেন, সেই স্বপন মজুমদার মহাশয় এক জন ড্রাগ মাফিয়া। এ রকম এক জন প্রার্থীর হয়ে কী ভাবে আমরা ভোটপ্রচারে যাব?’’ যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার।
আর এবার স্বপন মজুমদারের বিরুদ্ধে হলফনামায় মিথ্যে তথ্য দেওয়ার অভিযোগে কমিশনে অভিযোগ করলেন দলের নেতা-নেত্রীরা। বৃহস্পতিবার আশোকনগরের বিজেপি নেত্রী উৎপলা বিশ্বাস এবং বারাসতের বিজেপি নেতা সুভাষচন্দ্র রায় কমিশনে চিঠি দেন। সূত্রের খবর, ওই চিঠিতে স্বপন মজুমদার হলফনামায় মাদক পাচার সংক্রান্ত মামলা নিয়ে মিথ্যে তথ্য দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, স্বপন মজুমদার তাঁর সম্পত্তি ও তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়েও মিথ্যে তথ্য দিয়েছেন বলে অভিযোগ।
যদিও মাদক মামলা নিয়ে আগেই প্রতিক্রিয়া দিয়েছিলেন বারাসাতের বিজেপি প্রার্থী। তিনি জানিয়েছিলেন, ‘‘তৃণমূলের পায়ের তলার মাটি পুরোপুরি সরে গিয়েছে। ওরাই এ সব নোংরামি করার চেষ্টা করছে। তাতে কিছু লাভ নেই। বিজেপির সঙ্গে মানুষ রয়েছেন। বারাসাত লোকসভাবাসী বিজেপিকে আনতে চান।’’
উল্লেখ্য, বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারের বিরুদ্ধে মায়ানমার থেকে মাদক এনে আসাম, নাগাল্যান্ড, মণিপুরে পাচারের অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে ২০১৭ সালে আসাম পুলিশ তাঁকে গ্রেফতার করে। দশ বছরের কারাদণ্ডও হয় তার। সে সময় নিজেই একথা প্রকাশ করেছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তার মনোনয়ন পত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় নিজের শাস্তির কথাও উল্লেখ করেছিলেন তিনি। তাকেই ফের লোকসভা নির্বাচনে বারাসাতের প্রার্থী করায় কটাক্ষ করেছে তৃণমূলও।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন