Lok Sabha Polls 24: নির্বাচনী প্রচারে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে পাতিয়ালার বিজেপি প্রার্থী

People's Reporter: প্রণীত হলেন পাঞ্জাবের তৃতীয় বিজেপি প্রার্থী যিনি কৃষকদের বিক্ষোভের মুখে পড়লেন। এর আগে ফরিদকোট কেন্দ্রের প্রার্থী হংসরাজ এবং তরণজিৎ সিং সাঁধুকে ঘিরে কৃষকরা বিক্ষোভ দেখিয়েছিলেন।
প্রণীত কৌর
প্রণীত কৌরছবি - সংগৃহীত
Published on

নির্বাচনী প্রচার করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন পাতিয়ালার বিজেপি প্রার্থী প্রণীত কৌর। তাঁকে ঘিরে কালো পতাকা দেখান পাঞ্জাবের কৃষকরা।

দীর্ঘদিন ধরে নিজেদের দাবি নিয়ে রাস্তায় আন্দোলন করছে কৃষক সংগঠনগুলি। তাঁদের প্রতিবাদ মূলত কেন্দ্র সরকারে বিরুদ্ধেই। ফলে চাপা ক্ষোভ কাজ করছিল কৃষকদের মধ্যে। সেই ক্ষোভেরই প্রতিফলন ঘটলো রবিবার। গতকাল নির্বাচনী প্রচারে যান পাতিয়ালা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণীত কৌর।

কৃষক সংগঠন ক্রান্তিকারি কিষাণ ইউনিয়ন, বিকেইউ, কুল হিন্দ কিষাণ সভা, কীর্তি কিষাণ ইউনিয়ন সহ একাধিক কৃষক সংগঠন বিজেপি প্রার্থীর বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এমনকি তাঁকে কালো পতাকাও দেখান কৃষকরা।

যে রাস্তা দিয়ে বিজেপি প্রার্থীর রোড শো ছিল সেই রাস্তার দু'পাশে কালো পতাকা নিয়ে দাঁড়িয়েছিলেন কৃষকরা। আন্দোলনকারীদের মধ্যে একজন জানান, আমরা সকলেই অপেক্ষা করছিলাম প্রার্থীর জন্য। আমরা তাঁর পথ আটকানোর চেষ্টা করে কালো পতাকা দেখাই। কিন্তু তিনি গাড়ি নিয়ে বেরিয়ে যান। বহু কৃষক তাঁর গাড়ির পিছন পিছন কালো পতাকা নিয়ে দৌড়তে থাকে।

এই প্রসঙ্গে প্রণীত কৌর বলেন, আমাদের গণতান্ত্রিক দেশে সকলেরই প্রতিবাদ করার অধিকার আছে। আমাদের কৃষকরা হলেন অন্নদাতা। আমি সবসময়ই তাঁদের দাবিগুলি কেন্দ্রীর সরকারের কাছে তুলে ধরার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও করবো।

প্রণীত হলেন পাঞ্জাবের তৃতীয় বিজেপি প্রার্থী যিনি কৃষকদের বিক্ষোভের মুখে পড়লেন। এর আগে ফরিদকোট কেন্দ্রের প্রার্থী হংসরাজ এবং তরণজিৎ সিং সাঁধুকে ঘিরে কৃষকরা বিক্ষোভ দেখিয়েছিলেন।

উল্লেখ্য, পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন আমরিন্দর সিং-র স্ত্রী এই প্রণীত কৌর। প্রণীত সম্প্রতি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে তাঁর। চারবারের সাংসদ তিনি।

প্রণীত কৌর
Vijayan: ‘বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকে কেরালায় শিকড় গাড়তে দেব না কোনওভাবেই‘, হুঙ্কার বিজয়নের
প্রণীত কৌর
Lok Sabha Polls: ৩০ লক্ষ সরকারী চাকরী, ২৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা - একাধিক চমক কংগ্রেসের ইস্তেহারে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in