PM Narendra Modi: নিজের কেন্দ্র বারাণসীতে ভোটের আগে দু'দিনের জন্য ধ্যানে বসবেন মোদী!

People's Reporter: প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে খবর, তামিলনাড়ুর কন্যাকুমারীতে স্বামী বিবেকানন্দ যে শিলার উপর বসে ধ্যানমগ্ন হয়েছিলেন, সেই শিলার উপরে দুদিন ধ্যানে বসবেন মোদী।
নরেন্দ্র মোদী
নরেন্দ্র মোদী ছবি সৌজন্যে মোদীর ইনস্টাগ্রাম হ্যান্ডেল
Published on

১ জুন শেষ দফার নির্বাচন। ৩০ মে শেষ হচ্ছে নির্বাচনী প্রচার। আর প্রচার শেষে ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে খবর, তামিলনাড়ুর কন্যাকুমারীতে স্বামী বিবেকানন্দ যে শিলার উপর বসে ধ্যানমগ্ন হয়েছিলেন, সেই শিলার উপরে দুদিন ধ্যানে বসবেন মোদী।

১ জুন দেশের ৮ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭ টি কেন্দ্রে ভোট গ্রহণ। শেষ দফাতে ভোট রয়েছে বারাণসীতে, যেখান থেকে লড়ছেন মোদী নিজেই। শেষ দফার প্রচার শেষ হচ্ছে ৩০ মে। প্রধানমন্ত্রী দপ্তর সূত্রে খবর, ৩০ মে সন্ধ্যা থেকে ১ জুন সন্ধ্যে পর্যন্ত দুদিন বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসবেন মোদী।

সারা দেশ ঘুরে তামিলনাড়ুর কন্যাকুমারীতে আসেন স্বামী বিবেকানন্দ। সেখানে মূল ভূখণ্ড থেকে ৫০০ মিটার দূরে একটি শিলায় বসে তিনদিন ধ্যান করেন তিনি। এখানেই বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, আরব সাগরের মিলন হয়েছে। মনে করা হয়, সেখানেই আলোকপ্রাপ্ত হন বিবেকানন্দ। হিন্দু ধর্মে কথিত, যেখানে শিবের জন্য তপস্যা করেছিলেন পার্বতী, সেখানেই রয়েছে ওই শিলা। ওই শিলার উপর নাকি পার্বতীর পায়ের চিহ্নও রয়েছে। সেই ‘ধ্যানমণ্ডপম' শিলায় ধ্যানে বসতে চলেছেন মোদী।

তবে এই প্রথম নয়। ২০১৪ এবং ২০১৯ –এর লোকসভা ভোটের প্রচার শেষেও আধ্যাত্মিক সফরে বেরিয়েছিলেন মোদী। ২০১৪ সালে গিয়েছিলেন কেদারনাথে এবং ২০১৯ সালে মহারাষ্ট্রের শিবাজির প্রতাপগড় দুর্গে। আর এবার যাবেন তামিলনাড়ুর কন্যাকুমারীতে।

উল্লেখ্য, আগামী ১ জুন ভোট রয়েছে - বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, পঞ্জাব, ঝাড়খণ্ড, হিমাচলপ্রদেশ, ওড়িশা, চণ্ডীগড়ে। পশ্চিমবঙ্গের মোট ন’টি কেন্দ্রে রয়েছে ভোট – বসিরহাট, বারাসাত, দমদম, কলকাতা উত্তর ও দক্ষিণ, ডায়মন্ড হারবার, যাদবপুর, জয়নগর এবং মথুরাপুর।

নরেন্দ্র মোদী
Odisha Assembly Polls 24: ওড়িশা বিধানসভা নির্বাচনে কোটিপতি প্রার্থীর হার ৩২%, শীর্ষে বিজেডি
নরেন্দ্র মোদী
টাকার বিনিময়ে স্ট্রং রুমে EVM বদলের ষড়যন্ত্রে সামিল কেন্দ্রীয় বাহিনী! বিস্ফোরক অভিযোগ সৌমিত্র খাঁর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in