আর হাতে গোনা মাস দুয়েক পরেই বিধানসভা নির্বাচন মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে। তার আগে ১৪ সেপ্টেম্বর দুই রাজ্য পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পিএমও সূত্রে খবর, দুই রাজ্যেই নির্বাচনের আগে বেশ কয়েকটি সরকারি প্রকল্পের ভিত স্থাপন করবেন মোদী। বুধবার এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে প্রধানমন্ত্রীর দফতর থেকে।
ওই নির্দেশিকায় বলা হয়েছে, মধ্যপ্রদেশের বিনায় ৫০ হাজার কোটিরও বেশি টাকার পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স ও অন্যান্য আরও ১০টি শিল্প প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার প্রথমে মধ্যপ্রদেশ ও পরে ছত্তিশগড়ে যাবেন তিনি। ছত্তিশগড়ের রায়পুরে প্রধানমন্ত্রী ৬,৩৫০ কোটি টাকার রেল প্রকল্পের সূচনা করবেন বলে জানা গিয়েছে। বুধবার পিএমও-র জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, “মধ্যপ্রদেশের বিনা রিফাইনারিতে একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স ও ১০টি নতুন শিল্প প্রকল্প-সহ প্রায় ৫০,৭০০ কোটি মূল্যের প্রকল্পের ভিত্তি স্থাপন করবেন প্রধানমন্ত্রী।”
ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে, “ভারত পেট্রোলিয়ামের অধীনস্থ বিনা রিফাইনারিতে প্রায় ৪৯ হাজার কোটি মূল্যের ব্যয়ে একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স গড়ে তোলা হচ্ছে। এই সংশোধনাগারে প্রায় ১২০০ KTPA (Kilo-Tonnes Per Annum) ইথিলিন ও প্রপিলিন তৈরি হবে। টেক্সটাইল, ফার্মা, প্যাকেজিং-সহ একাধিক শিল্পক্ষেত্রে এই দুটি উপাদান খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দেশের আমদানি নির্ভরতা কমিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আত্মনির্ভর ভারত’ স্বপ্ন পূরণের দিকে একটি পদক্ষেপ হবে। এই বিশাল প্রকল্পটির ফলে কর্মসংস্থানের একটি বড় সুযোগ তৈরি হবে।”
চলতি বছরের শেষের দিকেই মধ্যপ্রদেশ, ছত্তিশগড়-সহ দেশের ৫টি রাজ্যে বিধানসভা নির্বাচন। পাশাপাশি, আগামী বছর দেশ জুড়ে লোকসভা নির্বাচন। তার আগে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের বাড়ন্ত শক্তি মোদী শিবিরের মনে ভয় ঢুকিয়েছে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তাই একাধিক শিল্প প্রকল্পের সূচনা করতে ভোটের ঠিক আগে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কয়েকদিন আগে ভোটমুখী রাজস্থানে গিয়েও একাধিক প্রকল্পের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন