PM Narendra Modi: শেষ ১০ বছরে দেশে কোটি কোটি কর্মসংস্থান হয়েছে! NDTV-কে বললেন প্রধানমন্ত্রী মোদী

People's Reporter: প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সালের আগে মাত্র কয়েকশ স্টার্টআপ কোম্পানি ছিল। কিন্তু বর্তমানে ১.২৫ লক্ষের মতো স্টার্টআপ কোম্পানি রয়েছে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকী গ্রাফিক্স সুমিত্রা নন্দন
Published on

শেষ ১০ বছরে প্রত্যেক বছর কোটি কোটি কর্মসংস্থান হয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম NDTV-কে দেওয়া সাক্ষাতকারে এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

সম্প্রতি এনডিটিভিতে একটি সাক্ষাতকার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে দেশের বেকারত্ব নিয়ে নিজের মতামত পেশ করেন প্রধানমন্ত্রী। বিগত ১০ বছরে কী হয়েছে আর ভবিষ্যতে ভারতের অর্থনীতি কোন দিকে যাবে তা নিয়ে বক্তব্য রাখেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, 'আমি বিশ্বাস করি যে, যুবকদের মধ্যে যে পরিবর্তন এসেছে তা বিরোধী দলগুলি বুঝতে পারছে না। ২০১৪ সালের আগে মাত্র কয়েকশ স্টার্টআপ কোম্পানি ছিল দেশে। কিন্তু বর্তমানে ১.২৫ লক্ষের মতো স্টার্টআপ কোম্পানি রয়েছে। আর প্রত্যেক স্টার্টআপ কোম্পানি বহু যুবক নিয়োগ করছে। বর্তমানে ১০০টি ইউনিকর্ন রয়েছে যার অর্থ ৮ লক্ষ কোটি টাকার ব্যবসা। আর যারা এই ব্যবসার মধ্যে রয়েছেন বেশিরভাগের বয়স ২০-২৫ বছরের মধ্যে'।

গেমিংয়ের ক্ষেত্রেও দেশের অনেক অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী।গেমিংয়ের ক্ষেত্রে ভারত একদিন বিশ্বকে পথ দেখাবে বলে মনে করেন তিনি। কর্মসংস্থানের ক্ষেত্রে দেশের ক্রিয়েটারদেরও অবদানও উল্লেখযোগ্য বলে মনে করেন তিনি। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে ভারতের ক্রিয়েটাররা বিশ্ব বাজারের একটি উল্লেখযোগ্য অংশ দখল করবে।

তিনি আরও বলেন, দেশে আগের থেকে উন্নতি হয়েছে এটা স্পষ্ট। কারণ আগে ৭০টি বিমানবন্দর ছিল। এখন ১৫০টি আছে। আর বর্তমানে প্রায় ৬০০-৭০০টি বিমান রয়েছে। আরও ১০০০টি নতুন বিমানের অর্ডার দেওয়া হয়েছে।

পাশাপাশি মোদী স্কচ গ্রুপের করা একটি সার্ভে রিপোর্ট উল্লেখ করে জানান, গত ১০ বছরের মধ্যে প্রতি বছরই ৫ কোটি কর্মসংস্থান তৈরি হয়েছে। ২২টি প্যারামিটার নিয়ে বিভিন্ন গবেষণা করার পরই তারা এই রিপোর্ট দিয়েছে।

Periodic Labour Force Survey (PLFS)-র সমীক্ষার কথাও উল্লেখ করেছেন তিনি। তিনি বলেন, "পিএলএফএসের তথ্যে বলা হয়েছে যে ছয় থেকে সাত বছরে ৬ কোটি নতুন চাকরি তৈরি হয়েছে দেশে। কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড সংস্থাও একই কথা বলেছে।"

ছবি প্রতীকী
Unemployment: “দেশের যুব সমাজের কর্মসংস্থানের জন্য মোদীজির অবসর জরুরি” - রাহুল গান্ধী
ছবি প্রতীকী
Lok Sabha Polls 24: উলুবেড়িয়ায় বিএসএফ জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, তড়িঘড়ি ব্যবস্থা কমিশনের
ছবি প্রতীকী
পঞ্চম দফার নির্বাচনে সবথেকে ধনী প্রার্থী ২১২ কোটির মালিক, দরিদ্র প্রার্থীর হাতে কত?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in