আগামী রবিবার পাঞ্জাবে বিধানসভা নির্বাচন। তার আগে সেরাজ্যে জলন্ধর, পাঠানকোট, আবোহারের মত জায়গায় সমাবেশ করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজও সেখানে তাঁর কর্মসূচি রয়েছে। এই অবস্থায় আজ পাঞ্জাবে মহামিছিল করতে চলেছেন আন্দোলনকারী কৃষকরা। তাঁরা ‘গো ব্যাক মোদী’ স্লোগান তুলে মিছিল করবেন।
পাশাপাশি পাঞ্জাবে প্রধানমন্ত্রীর সব নির্বাচনী সমাবেশের দিনই তুমুল বিক্ষোভ-আন্দোলন কর্মসূচি পালন করা হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত কিষান মোর্চা। আন্দোলনকারী কৃষকদের এই হুঁশিয়ারিতে স্পষ্টই চাপে বিজেপি। গেরুয়া শিবির স্মরণে রাখছে গত ৫ জানুয়ারি ফিরোজপুরের ঘটনাও।
যদিও কৃষক সংগঠনগুলির ব্যাখ্যা, ওইদিন প্রধানমন্ত্রীর কনভয়ের সামনে দলীয় পতাকা নিয়ে পৌঁছন বিজেপির সমর্থকরাই। আশেপাশেও ছিলেন না আন্দোলনকারী কৃষকরা। ফের একই পরিস্থিতি তৈরি হলে মুখ পুড়বে বলে মনে করছেন বিজেপি নেতারা।
সংযুক্ত কিষান মোর্চা জানিয়েছে, আজ বিকেল সাড়ে ৫টা নাগাদ ‘‘গো ব্যাক মোদী’ স্লোগান তুলে চণ্ডীগড়ের কিষান ভবন থেকে সেক্টর-১৭ পর্যন্ত মশাল মিছিল করা হবে। প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহও করা হতে পারে। সংগঠনের অভিযোগ, প্রধানমন্ত্রী সবসময়ই মিথ্যে প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতি পূরণ না হওয়ার জন্য কৃষকরাও আন্দোলনে শামিল হতে চলেছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন