টাকার বিনিময়ে স্ট্রং রুমে EVM বদলের ষড়যন্ত্রে সামিল কেন্দ্রীয় বাহিনী! বিস্ফোরক অভিযোগ সৌমিত্র খাঁর

People's Reporter: সৌমিত্র দাবি করেন, মোটা টাকার বিনিময়ে ওই চক্রান্তে শামিল ছিলেন স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানও।
সৌমিত্র খাঁ
সৌমিত্র খাঁফাইল ছবি
Published on

গত ২৫ মে শনিবার ষষ্ঠ দফায় ভোটপর্ব মিটেছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের। এর দু'দিন পরই ইভিএম বদলের বিস্ফোরক অভিযোগ তুললেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। তাঁর অভিযোগ, রাজ্য পুলিশ স্ট্রং রুমের সিসি টিভি ক্যামেরার বদলে ইভিএম বদলের ছক কষছে। মোটা টাকার বিনিময়ে এই ষড়যন্ত্রে সামিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানও। যদিও তৃণমূলের কটাক্ষ হার নিশ্চিত জেনেই, আগে থেকে দোষ নিজের কাঁধ থেকে নামিয়ে ফেলতে চাইছেন।

ভোটগ্রহণ পর্ব শেষে বিষ্ণুপুর কেন্দ্রের ইভিএম রয়েছে বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রং রুমে। কেন্দ্রীয় বাহিনী ওই স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্বে রয়েছে। বাইরে মোতায়েন রয়েছে রাজ্য পুলিশ। সিসি ক্যামেরায় মোড়া স্ট্রং রুমে কড়া নজরদারি রেখেছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা।

সোমবার আচমকাই সেই স্ট্রং রুমে পৌঁছান বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। এরপর হঠাৎ করেই নিজের ফোন বের করে লাইভ করতে শুরু করেন তিনি। তাঁর অভিযোগ, “পুলিশ স্ট্রং রুমের সিসি ক্যামেরা বদল করে আসলে ইভিএম বদলের চেষ্টা করছে।“ শুধু তাই নয়, স্ট্রং রুমের চত্বরে নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য পুলিশ আধিকারিকদের উদ্দেশ্যে ‘চোর-চোর’ বলতে শোনা যায় তাঁকে। স্ট্রং রুমের পাশে থাকা একাধিক গাড়ি দেখিয়ে সৌমিত্র দাবি করছেন ওই গাড়িতে করেই ইভিএম বদল করার ছক কষেছিল রাজ্য পুলিশ।

পরে সৌমিত্র দাবি করেন, “স্ট্রং রুমের দরজার কাছে রাজ্য পুলিশের যাওয়ার কোনও এক্তিয়ার নেই। কিন্তু ছবিতে দেখা যাচ্ছে, ইভিএম রাখা স্ট্রং রুমের সামনে রাজ্য পুলিশের এক আধিকারিক পৌঁছে গিয়েছেন। সিসি ক্যামেরা বদল করে ইভিএম বদলের চক্রান্ত করেছিল রাজ্য পুলিশ। মোটা টাকার বিনিময়ে ওই চক্রান্তে শামিল ছিলেন স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানও।“

যদিও সৌমিত্র খাঁয়ের এই দাবি উডিয়ে দিয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী তথা বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। তিনি বলেন, “রবিবার নিজে স্ট্রং রুম দেখে এসেও তো এমন অভিযোগ করেননি সৌমিত্র খাঁ! সোমবার যখন নিজের হার সম্পর্কে এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছেন, তখনই হতাশায় ভুগে হারের দায় নিজের কাঁধ থেকে ঝেড়ে ফেলতে এই সব মিথ্যা অভিযোগ করছেন।“

বিষ্ণুপুর লোকসভার রিটার্নিং আধিকারিক তথা বাঁকুড়ার অতিরিক্ত জেলাশাসক নকুল মাহাতো বলেন, “অভিযোগ পাওয়ার পরেই আমরা স্ট্রং রুমে এসেছি। সৌমিত্র খাঁর অভিযোগ এবং স্ট্রং রুমের নিরাপত্তা খতিয়ে দেখা হচ্ছে।“

সৌমিত্র খাঁ
Mamata Banerjee: ১ জুন 'ইন্ডিয়া' জোটের বৈঠকে যাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়
সৌমিত্র খাঁ
BJP Vs TMC: বিজ্ঞাপন মামলা - হাইকোর্টের আদেশ চ্যালেঞ্জ করে BJP-র আবেদন প্রত্যাখ্যান করলো শীর্ষ আদালত

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in