অষ্টাদশ লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোটগ্রহণ আগামী ২০ মে। ৮ রাজ্যের ৪৯টি আসনে এদিন ভোটগ্রহণ হবে। যার মধ্যে একাধিক হেভিওয়েট প্রার্থীর আসনেও ভোট আছে।
আগামী সোমবার পশ্চিমবঙ্গের ৭টি, বিহারের ৫টি, ঝাড়খণ্ডের ৩টি, মহারাষ্ট্রের ১৩টি, উত্তরপ্রদেশের ১৪টি, ওড়িশার ৫টি, জম্মু ও কাশ্মীর এবং লাদাখের একটি করে আসনে ভোট গ্রহণ হবে। নির্বাচন শান্তিপূর্ণ ভাবে শেষ করতে মরিয়া নির্বাচন কমিশন। বিশেষ করে পশ্চিমবঙ্গে তৃতীয় ও চতুর্থ দফা থেকে একাধিক অশান্তির অভিযোগ ওঠার পর বাড়তি সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গকে নিয়ে।
আগামী সোমবার একাধিক রাজ্যে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর নির্বাচন রয়েছে। যার মধ্যে আছে -
উত্তরপ্রদেশ
রায়বরেলি - রাহুল গান্ধী (কংগ্রেস)
আমেঠি - স্মৃতি ইরানি (বিজেপি) এবং কিশোরী লাল শর্মা (কংগ্রেস)
লখনউ - রাজনাথ সিং (বিজেপি)
কাইজারগঞ্জ - করণ ভূষণ সিং (বিজেপি)
বিহার
মুজফফরপুর - রাজ ভূষণ চৌধুরী (বিজেপি)
হাজিপুর - চিরাগ পাসওয়ান (লোক জনশক্তি পার্টি - রামবিলাস)
সরণ - রোহিনি আচার্য (আরজেডি) এবং রাজীব প্রতাপ রুডি (বিজেপি)
মহারাষ্ট্র
মুম্বই উত্তর - পীযূষ গোয়েল (বিজেপি)
মুম্বই উত্তর-পশ্চিম - রবীন্দ্র দত্তারাম ওয়াইকর (শিবসেনা)
পশ্চিমবঙ্গ
ব্যারাকপুর - অর্জুন সিং (বিজেপি)
বনগাঁ - শান্তনু ঠাকুর (বিজেপি)
শ্রীরামপুর - কল্যাণ ব্যানার্জি (তৃণমূল), দীপ্সিতা ধর (সিপিআইএম)
জম্মু ও কাশ্মীর
বারামুল্লা - ওমর আবদুল্লাহ (ন্যাশনাল কনফারেন্স)
ঝাড়খণ্ড
ছাতরা - কৃষ্ণ নন্দ ত্রিপাঠী (কংগ্রেস)
উল্লেখ্য, নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী প্রথম চার দফায় ৬০-৬৯ শতাংশ ভোটদানের হার রেকর্ড করা হয়েছে। কমিশন সূত্রে খবর, ৬৯.৫৮ শতাংশ পুরুষ, ৬৮.৭৩ শতাংশ মহিলা এবং ৩৪.২৩ শতাংশ তৃতীয় লিঙ্গের ভোটার অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম চার দফায় ভোট দিয়েছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন