২০ মে পঞ্চম দফার নির্বাচন শ্রীরামপুরে। তার আগে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দোপাধ্যায়কে নিয়ে পোস্টার পড়ল। পাশাপাশি ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষের বিরুদ্ধেও পোস্টার পড়ে। তাৎপর্যপূর্ণভাবে, এই পোস্টারের নীচে তৃণমূলেরই নাম রয়েছে। যা নিয়ে পঞ্চম দফা ভোটের আগে তোলপাড় শ্রীরামপুর।
শুক্রবার সকালে শ্রীরামপুরের অন্তর্গত হাওড়ার ডোমজুর বিধানসভার সলপ এলাকার বিভিন্ন জায়গায় বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফ্লেক্স পড়লো। সলপ বাজার, স্কুল, বটতলা, সলপ ব্রিজ ও জাতীয় সড়কের লালবাড়ি মোড়ের কাছে দেখা গেল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক ফ্লেক্স।
সবুজ রঙের সেই ফ্লেক্সে সাদা অক্ষরে লেখা রয়েছে, “২০২৪ আসন্ন লোকসভা ভোটে নোংরা চরিত্র আর খারাপ ব্যবহারের জন্য কল্যাণ ব্যানার্জী এক লক্ষেরও বেশি ভোটে হারবেন শ্রীরামপুর থেকে।“
পোস্টারে কল্যাণের পাশাপাশি ডোমজুড়ের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের বিরূদ্ধে তোলাবাজির কথাও লেখা হয়। এলাকার তৃণমূল নেত্রী লক্ষ্মী পন্ডিতের বিরুদ্ধেও মন্তব্য করা হয়।
পোস্টারে লেখা রয়েছে, “কল্যাণ ঘোষ ও লক্ষ্মী পন্ডিতের তোলাবাজির কারণের জন্য ডোমজুড় বিধানসভা থেকে ২৫ হাজার ভোটে হারবেন কল্যাণ ব্যানার্জী। নীচে লেখা আছে “প্রচারে – তৃণমূল কংগ্রেস।“
তবে এই ফ্লেক্স কে বা কারা লাগিয়েছে তা নিয়ে কেউই মুখ খুলতে চাননি। এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও এই বিষয়ে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা কল্যাণ ঘোষ কারোরই প্রতিক্রিয়া পাওয়া যায় নি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন