Priyanka Gandhi: ভোট ময়দানে অভিষেক প্রিয়াঙ্কা গান্ধীর, মনোনয়ন জমা দিলেন রাজীব কন্যা

People's Reporter: ২০২৪ লোকসভা নির্বাচনে ওয়াইনাড এবং উত্তরপ্রদেশের রায়বেরিলী - এই দুই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ব্যবধানে জয়লাভ করেন রাহুল গান্ধী।
মনোনয়ন পত্র জমা দিলেন প্রিয়াঙ্কা গান্ধী
মনোনয়ন পত্র জমা দিলেন প্রিয়াঙ্কা গান্ধীছবি - কংগ্রেসের ফেসবুক পেজ
Published on

ভোটের ময়দানে অভিষেক হল রাজীব কন্যার। ওয়াইনাড লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য মনোনয়ন জমা দিলেন প্রিয়াঙ্কা গান্ধী। কংগ্রেসের লক্ষ্য তাঁকে রেকর্ড ভোটে জিতিয়ে সংসদে নিয়ে যাওয়া।

বুধবার দাদা রাহুল গান্ধী এবং মা সনিয়া গান্ধীকে সাথে নিয়ে মনোনয়ন জমা দেন প্রিয়াঙ্কা গান্ধী। এই প্রথম ভোটে দাঁড়ালেন তিনি। এত দিন কেবল দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করেছেন। মনোনয়ন জমা দেওয়ার আগে করা এক সমাবেশ থেকে নিজের সেই অভিজ্ঞতাও জানান প্রিয়াঙ্কা গান্ধী।

প্রিয়াঙ্কা গান্ধী বলেন, 'যখন আমার ১৭ বছর বয়স তখন বাবার হয়ে প্রথম প্রচার শুরু করি। সালটা ছিল ১৯৮৯। এরপর ৩৫ বছর হয়ে গেল, আমি আমার মা, দাদা এবং অন্যান্য সতীর্থদের জন্য প্রচার করেছি বিভিন্ন নির্বাচনে। কিন্তু এটা প্রথম যে আমি নিজের হয়ে প্রচার করছি। ওয়াইনাড কেন্দ্রের প্রার্থী হিসেবে আমাকে বাছাই করার জন্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে আমি কৃতজ্ঞ'।

সমাবেশে রাহুল গান্ধী বলেন, 'ওয়াইনাডের মানুষ আমার হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে আছেন। তাই আমি তাঁদের জন্য আমার বোন প্রিয়াঙ্কা গান্ধীর চেয়ে ভালো প্রতিনিধি কল্পনা করতে পারিনি। আমি আত্মবিশ্বাসী যে ওয়াইনাডের মানুষের চাহিদা নিয়ে সংসদে শক্তিশালী কন্ঠস্বর হয়ে উঠবে প্রিয়াঙ্কা'।

প্রসঙ্গত, ২০২৪ লোকসভা নির্বাচনে কেরালার ওয়াইনাড এবং উত্তরপ্রদেশের রায়বেরিলী - এই দুই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাহুল গান্ধী। দুই কেন্দ্রেই বিপুল ব্যবধানে জয়লাভ করেন তিনি। কংগ্রেস সূত্র মারফত আগেই জানা যায় ওয়াইনাড কেন্দ্রটি নিজের বোনের জন্য ছেড়ে দেবেন রাহুল গান্ধী।

ওয়াইনাড কেন্দ্রে পর পর দু'বার জয়ী হন রাহুল গান্ধী। এবারের নির্বাচনে সিপিআই প্রার্থী অ্যানি রাজা (সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজার স্ত্রী)-কে ৩ লক্ষ ৬৪ হাজার ৪২২ ভোটে হারান রাহুল। রাহুল পান ৫৯.৬৯ শতাংশ ভোট এবং সিপিআই প্রার্থী পান ২৬.০৯ শতাংশ ভোট। ফলে কংগ্রেসের শক্তিশালী গড় এই ওয়াইনাড। এখন দেখার দাদার জয়ের ব্যবধানকে বোন প্রিয়াঙ্কা ছাপিয়ে যেতে পারে কিনা।

উপনির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধীর মূল প্রতিপক্ষ হলেন সিপিআই প্রার্থী সত্যন মোকেরি। এছাড়া বিজেপি প্রার্থী করেছে তাদের মহিলা মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক নব্যা হরিদাসকে।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in