কেজরিওয়ালের পর চান্নির বিরুদ্ধে দায়ের মামলা, ভোটের একদিন আগে উত্তপ্ত পাঞ্জাবের রাজনীতি

চান্নির দাবি তাঁর মন্তব্যের ভুল ব‍্যাখ‍্যা করা হয়েছে। তিনি বলেছেন, "আমার বক্তব্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, আপ নেতাদের বিরুদ্ধে ছিল, যাঁরা বাইরে থেকে এসে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।"
চরণজিৎ সিং চান্নি
চরণজিৎ সিং চান্নিফাইল ছবি সৌজন্যে চরণজিৎ সিং চান্নি-এর ফেসবুক অ্যাকাউন্ট
Published on

চলতি সপ্তাহে ভোট প্রচারে গিয়ে বিরোধীদের কটাক্ষ করে 'ইউপি-বিহার-দিল্লির ভাইদের পাঞ্জাবে ঢুকতে দেব না' বলে মন্তব্য করেছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। এই মন্তব্যের জন্য বিহারের মুজফ্ফরপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করলেন সমাজকর্মী তমন্না হাসমি। পাশাপাশি পাটনার কদম কুয়া পুলিশ স্টেশনে চান্নির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপির যুব মোর্চার জাতীয় সহ সভাপতি মণীশ কুমার সিং।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামলাটি স্বীকার করেছে। হাসমি জানিয়েছেন, "পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি উত্তরপ্রদেশ, বিহার এবং দিল্লির জনগণকে অপমান করেছেন। ওনার মন্তব্য এই রাজ‍্যগুলির অনুভূতিতে আঘাত হেনেছে। তাই আমি ওনার বিরুদ্ধে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আবেদন করেছি। আদালত এই মামলা গ্রহণ করেছে। আগামী ২৪ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।"

অন‍্যদিকে থানায় অভিযোগ দায়েরের পর বিজেপির যুব নেতা মণীশ সিং জানিয়েছেন, "আমরা দৃঢ়ভাবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি। বিহার, উত্তরপ্রদেশ এবং দিল্লির জনগণের প্রতি অবমাননাকর মন্তব্য করেছেন উনি। ওনার ক্ষমা চাওয়া উচিত।"

কংগ্রেসী মুখ্যমন্ত্রী চান্নির এই মন্তব্যের জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়ঙ্কা গান্ধীর কাছ থেকে ক্ষমাপ্রার্থনার দাবি জানিয়েছে বিজেপি।

বিজেপির পাশাপাশি আম আদমি পার্টির তরফ থেকেও চান্নির এই মন্তব্যের বিরোধিতা করা হয়েছে। আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল বলেন, 'এটা অত‍্যন্ত লজ্জাজনক মন্তব্য। নির্দিষ্ট কোনো ব‍্যক্তি বা গোষ্ঠীকে উদ্দেশ্য করে করা হয়েছে। আমরা এই মন্তব্যের তীব্র সমালোচনা করছি। আমাদের গোটা দেশই এক।'

সমালোচনার মুখে চান্নির দাবি তাঁর মন্তব্যের ভুল ব‍্যাখ‍্যা করা হয়েছে। একটি ভিডিও বার্তায় তিনি বলেছেন, "আমার বক্তব্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, আপ নেতা দুর্গেশ পাঠক এবং সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে ছিল, যাঁরা বাইরে থেকে এসে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমার বক্তব্য উত্তরপ্রদেশ, বিহার, দিল্লি এবং রাজস্থানের সাধারণ জনগণের বিরুদ্ধে নয়, যাঁরা কাজের জন্য পাঞ্জাবে আসেন। পাঞ্জাবকে তৈরি করতে তাঁদের অবদান অপরিসীম। আমি তাঁদের প্রতি শ্রদ্ধাশীল।"

প্রসঙ্গত, এর আগে বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিল কংগ্রেস। খালিস্তানি জঙ্গীদের সাথে যোগাযোগ রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের, এই অভিযোগ তুলে পাঞ্জাবের মোহালির একটি থানায় কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন সাংসদ সন্দীপ দিক্ষিত। প্রাক্তন আম আদমি পার্টির নেতা কুমার বিশ্বাসের একটি সাক্ষাৎকারের ভিত্তিতে এই অভিযোগ দায়ের করেছেন তিনি।

আগামী ২০ ফেব্রুয়ারি পাঞ্জাবে এক দফায় বিধানসভা নির্বাচন। তার আগে একের পর এক অভিযোগ দায়েরের ঘটনায় উত্তপ্ত পাঞ্জাবের রাজনীতি।

-With IANS Inputs

চরণজিৎ সিং চান্নি
UP Polls 22: ভয় পাচ্ছেন আদিত্যনাথ - যোগীর কেরল মন্তব্যের উত্তরে পিনারাই বিজয়ন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in