Punjab Polls 22: কংগ্রেসকে ভোট দেওয়ার আবেদন রাজ্য বিজেপি সভাপতির, চরম অস্বস্তিতে পদ্মশিবির

বিজেপি প্রধান বলেন, "আপনি যদি আমাদের (বিজেপিকে) ভোট দিতে না চান, তাহলে দেবেন না। কংগ্রেসকে দিন। কিন্তু এমন কাউকে ভোট দেবেন না যারা দেশের সাথে বিশ্বাসঘাতকতা করে।"
পাঞ্জাব বিজেপি সভাপতি অশ্বনী শর্মা
পাঞ্জাব বিজেপি সভাপতি অশ্বনী শর্মাফাইল ছবি সংগৃহীত
Published on

বিজেপিকে যদি ভোট না দিতে চান তাহলে দেবেন না। সেই ভোট কংগ্রেসকে দিন। কিন্তু আম আদমি পার্টিকে একদমই না। নির্বাচনী প্রচার সভায় এই মন্তব্য করলেন পাঞ্জাব বিজেপি সভাপতি অশ্বনী শর্মা। ভোটের ঠিক আগেই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই চূড়ান্ত অস্বস্তিতে বিজেপি। উল্লেখ্য আজ পাঞ্জাবে ১১৭টি আসনে ভোটগ্রহণ।

ভিডিওতে উপস্থিত জনগণের উদ্দেশ্যে বিজেপি প্রধান বলেন, "আপ-কে ভোট দেওয়ার অর্থ সন্ত্রাসবাদকে ভোট দেওয়া। পাঞ্জাবকে ভাঙতে ভোট দেওয়া। যে আপ-কে ভোট দেবে সে দেশ ও পাঞ্জাবের সাথে বিশ্বাসঘাতকতা করবে। আপনি যদি আমাদের (বিজেপিকে) ভোট দিতে না চান, তাহলে দেবেন না। কংগ্রেসকে দিন। কিন্তু এমন কাউকে ভোট দেবেন না যারা দেশের সাথে বিশ্বাসঘাতকতা করে।"

ভোটের একদিন আগে এই ভিডিও ভাইরাল হতেই অস্বস্তিতে পড়ে এই মন্তব্য অস্বীকার করেছেন বিজেপি প্রধান অশ্বনি কুমার শর্মা। নিজের মন্তব্যের সাফাই দিতে গিয়ে কংগ্রেস এবং আপ উভয়কেই বিপজ্জনক দল বলে উল্লেখ করেছেন তিনি।

একটি ভিডিও বার্তায় তিনি বলেন, "মিথ্যা ছড়ানো কংগ্রেসের একটি পুরোনো কৌশল। রাজ‍্যের‌ মানুষকে বোকা বানানোর জন্য আমার মন্তব্যকে ঘুরিয়ে ফিরিয়ে অন‍্যভাবে প্রকাশ করা হয়েছে। কংগ্রেস এবং আপ উভয়ই পাঞ্জাবের কোনো উপকার করতে পারবে না এবং উভয়ই পাঞ্জাবের জন্য বিপজ্জনক। রাজ‍্য যাতে নিরাপদে থাকে এবং উন্নয়ন হয় তার জন্য বিজেপিকে ভোট দিন, পদ্মফুলে বোতাম টিপুন।"

প্রসঙ্গত, সম্প্রতি প্রাক্তন আপ নেতা কুমার বিশ্বাস এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকার দেওয়ার সময় আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে একটি মন্তব্য করার পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে জাতীয় রাজনীতি। কুমার বিশ্বাস বলেন, কেজরিওয়াল তাঁকে বলেছেন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য খালিস্তানীদের সাহায্য নিতে প্রস্তুত তিনি।

পাঞ্জাব বিজেপি সভাপতি অশ্বনী শর্মা
বিশ্বের নতুন দরিদ্রদের প্রায় অর্ধেক ভারতীয়, অথচ মহামারীতে মিলিওনেয়ারদের সম্পত্তি বৃদ্ধি ১১%

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in