Lok Sabha Polls 24: সুরাট, ইন্দোরের পর এবার কি পুরী? প্রার্থী টিকিট ফেরানোয় আশঙ্কায় কংগ্রেস

People's Reporter: সুচরিতা লেখেন, "দল টাকা না দেওয়ায় পুরী লোকসভা কেন্দ্রে প্রচারের কাজে ব্যাপক বাধা আসছে। আমার যতটুকু সামর্থ্য ছিল সবটাই নির্বাচনী প্রচারে দিয়েছি"।
কংগ্রেস প্রার্থী সুচরিতা মোহান্তি
কংগ্রেস প্রার্থী সুচরিতা মোহান্তিছবি - সংগৃহীত
Published on

ভোটের কয়েকদিন আগে নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন পুরীর কংগ্রেস প্রার্থী সুচরিতা মোহান্তি। দলের তরফ থেকে নির্বাচনী প্রচারের জন্য টাকা না পাওয়ায় প্রার্থীপদ তুলে নিয়েছেন তিনি বলে জানিয়েছেন সুচরিতা। যার জেরে ওই কেন্দ্রে লড়াই হবে বিজেপি এবং বিজেডির মধ্যে।

সুরাট, ইন্দোরের পর পুরী লোকসভাতেও ধাক্কা খেলো কংগ্রেস। পুরীর কংগ্রেস প্রার্থী সুচরিতা মোহান্তি দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। কেন্দ্রীয় নেতৃত্বকে পুরো কারণ জানিয়েছেন তিনি।

কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেণুগোপালকে পুরো বিষয়টি জানিয়ে চিঠি লেখেন সুচরিতা মোহান্তি। তিনি লেখেন, "দল টাকা না দেওয়ায় পুরী লোকসভা কেন্দ্রে প্রচারের কাজে ব্যাপক বাধা আসছে। ওড়িশা কংগ্রেসের দায়িত্বে থাকা অজয় কুমার আমাকে নিজের টাকা থেকে নির্বাচনে খরচ কথা বলেছেন। আমি একজন পেশাদার সাংবাদিক ছিলাম। ১০ বছর আগে রাজনীতিতে যোগ দিই। আমার যতটুকু সামর্থ্য ছিল সবটাই নির্বাচনী প্রচারে দিয়েছি"।

কেসি ভেণুগোপালকে লেখা সুচরিতা মোহান্তির চিঠি
কেসি ভেণুগোপালকে লেখা সুচরিতা মোহান্তির চিঠিছবি - সংগৃহীত

তিনি আরও লেখেন, "দল টাকা না দিলে আমার পক্ষে পুরী লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচার চালানো সম্ভব হচ্ছে না। তাই কংগ্রেসের টিকিট আমি ফিরিয়ে দিচ্ছি। তবে আমি একজন কংগ্রেস কর্মী। আমার ডিএনএ-তে কংগ্রেস আছে। আমি কংগ্রেসের অনুগত সৈনিক হিসেবেই থাকবো আর রাহুল গান্ধীই আমার নেতা থাকবেন"।

১৯৯৮ সাল থেকে এই আসনে জিতে আসছে বিজেডি। গত লোকসভা নির্বাচনে বিজেডির পিনাকী মিশ্র প্রায় ১২ হাজার ভোটে জিতেছিলেন। ৪৬.৩৭ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে শেষ করেছিলেন বিজেপির সম্বিত পাত্র। এবারেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সম্বিত পাত্র। এই কেন্দ্রে বিজেডির প্রার্থী করা হয়েছে মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার অরূপ পট্টনায়ককে। কংগ্রেস প্রার্থী সরে যাওয়ায় তার লাভ কোন দল তুলতে পারে সেটাই এখন দেখার।

এর আগে সুরাটে কংগ্রেসের পর পর দুই প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যায়। ওই কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হন বিজেপি প্রার্থী। আবার ইন্দোরে কংগ্রেস প্রার্থী অক্ষয় কান্তি বাম নিজের মনোনয়ন প্রত্যাহার করে বিজেপিতে যোগ দেন। পুরীর প্রার্থী নাম প্রত্যাহার করায় সিঁদুরে মেঘ দেখছে কংগ্রেস।

কংগ্রেস প্রার্থী সুচরিতা মোহান্তি
নির্বাচনের আগেই ধাক্কা কংগ্রেসে, মনোনয়ন প্রত্যাহার করে বিজেপিতে যোগ কংগ্রেস প্রার্থীর!
কংগ্রেস প্রার্থী সুচরিতা মোহান্তি
Lok Sabha Polls 24: হারানো জমি ফিরে পাবে CPIM! গতবারের থেকে আসন সংখ্যা অনেক বাড়বে, আশা রিপোর্টে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in