পরাজিত পুষ্কর সিং ধামীকেই ফের উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী করছে বিজেপি। নিজে হারলেও দলকে নেতৃত্ব দিয়ে রাজ্যে দ্বিতীয়বার ক্ষমতায় এনেছেন তিনি। এই যুক্তিতেই পরাজিত ধামীর হাতেই দেবভূমির দায়িত্ব তুলে দিল বিজেপি।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী কে হবেন তা ঠিক করতে দেরাদুনে আজ বৈঠকে বসেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং সিনিয়র বিজেপি নেত্রী মীনাক্ষী লেখি। রাজ্যের জন্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকরা সহ অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন সেই বৈঠকে। এই বৈঠকের পরই ধামীকে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে। বিজেপি সূত্রের খবর, আজই রাজ্যপালের সাথে দেখা করে সরকার গঠনের দাবি জানাবেন ধামী, যিনি খতিমা কেন্দ্র থেকে কংগ্রেসের ভুবন চন্দ্র কাপরির কাছে প্রায় ৭ হাজার ভোটে পরাজিত হয়েছেন।
ছ'মাস আগে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া ধামীর পরাজয়ের পর নতুন মুখ্যমন্ত্রী বাছতে নাজেহাল অবস্থা হয়েছিল বিজেপির। নির্বাচনের ফল ঘোষণার পর ১০ দিন কেটে গেলেও কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না দল। শোনা যাচ্ছিল, কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভট্টকে মুখ্যমন্ত্রী করা হবে, যিনি নৈনিতাল-উধমসিং নগরের সাংসদ। এছাড়াও মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক, রাজ্যসভার সদস্য অনিল বালুনি, রাজ্যের মন্ত্রী সতপাল সিং মহারাজ, ধনসিং রাওয়াত সহ বেশ কয়েকজন। কিন্তু অবশেষে ধামীর ওপরেই আস্থা রাখলো দল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন