Rahul Gandhi: প্রধানমন্ত্রী মোদীকে 'অপয়া' 'পকেটমার' বলে কটাক্ষ - রাহুল গান্ধীকে কমিশনের নোটিশ

People's Reporter: কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে আগামী দু’দিনের মধ্যে কমিশনের কাছে নিজের বক্তব্য জানাতে হবে। কমিশন জানতে চেয়েছে, কেন রাহুল গান্ধীর মন্তব্যকে নির্বাচনী বিধিভঙ্গের আওতায় ফেলা হবেনা?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধীফাইল ছবি সংগৃহীত
Published on

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে “পকেটমার” (জেব কাটরা) এবং ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে ভারতের পরাজয়ের জন্য ‘অপয়া’ (পানৌটি) প্রধানমন্ত্রী মোদী বলে অভিহিত করার কারণে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে নোটিশ পাঠালো নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই নোটিশ পাঠানো হয়েছে।

ওয়াইনাডের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে আগামী দু’দিনের মধ্যে কমিশনের কাছে এই বিষয়ে নিজের বক্তব্য জানাতে হবে। কমিশন জানতে চেয়েছে, কেন রাহুল গান্ধীর মন্তব্যকে নির্বাচনী বিধিভঙ্গের আওতায় ফেলা হবেনা? আগামী ২৫ নভেম্বর সন্ধ্যে ৬টার মধ্যে রাহুল গান্ধীকে তাঁর ব্যাখ্যা দিতে হবে।

গত ২২ নভেম্বর রাজস্থানের বায়াতুতে এক নির্বাচনী জনসভায় রাহুল গান্ধীর করা এক মন্তব্যের পর বিজেপির পক্ষ থেকে রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। কংগ্রেস সাংসদের বিরুদ্ধে কমিশনের কাছে অভিযোগ দায়ের করেন রাধামোহন দাস আগরওয়াল, ওম পাঠক সহ বিজেপি নেতৃত্ব। বিজেপির মতে, কোনও জাতীয় রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের কাছ থেকে এই ধরণের মন্তব্য কাম্য নয়।

ওইদিন নিজের বক্তব্যে রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর উদাহরণ দিয়ে বলেন কীভাবে পকেটমাররা পকেটমারার আগে মানুষকে বিভ্রান্ত করে। এছাড়াও বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে আহমেদাবাদের স্টেডিয়ামে ‘অপয়া’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতির কারণেই ভারতের বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপ জিতে যেত, কিন্তু একজন ‘অপয়া’ (পানৌতি) হারিয়ে দিল।

উল্লেখ্য, রাহুল গান্ধীর আগে মধ্যপ্রদেশ নির্বাচনের মুখে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকেও নোটিশ পাঠায় কমিশন। মধ্যপ্রদেশের সভায় প্রিয়াঙ্কা দাবি করেছিলেন রাষ্ট্রায়ত্ত ভেল সংস্থাকে প্রধানমন্ত্রী মোদী তাঁর বন্ধুদের হাতে তলে দিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধী
Rajasthan Polls: ‘ষড়যন্ত্র করে নির্বাচন জিততে চায় বিজেপি’, কেন্দ্রকে আক্রমণ গেহলটের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধী
Assembly Polls 23: ৫ রাজ্যে ভোটের আগে বাজেয়াপ্ত ১৭৬০ কোটি টাকার সম্পদ, ২০১৮-র তুলনায় ৭ গুণ বেশি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in