ওয়াইনাডের কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধীর মোট সম্পত্তির পরিমাণ ২০ কোটি টাকা। কিন্তু তাঁর কোনও গাড়ি বা আবাসিক ফ্ল্যাট নেই। প্রার্থী হিসেবে জমা দেওয়া মনোনয়ন পত্রের হলফনামায় একথা জানিয়েছেন রাহুল।
হলফনামায় রাহুল জানিয়েছেন, তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ ১১.১৪ কোটি টাকার কাছাকাছি। এবং অস্থাবর সম্পত্তির পরিমাণ ৯.২৪ কোটি টাকা। স্থাবর সম্পত্তির মধ্যে দিল্লির মেহরাউলিতে বোন তথা কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর সাথে যৌথ মালিকানাতে একটি কৃষি জমি রয়েছে রাহুলের, যেটি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন তাঁরা। এছাড়া গুরুগ্রামে রাহুলের নিজের নামে একটি অফিস প্লট আছে, যার বাজারমূল্য বর্তমানে ৯ কোটির বেশি।
অস্থাবর সম্পত্তির মধ্যে এই মুহূর্তে ৫৩ বছর বয়সী এই কংগ্রেস নেতার হাতে নগদ অর্থ রয়েছে ৫৫,০০০ টাকা। ব্যাঙ্কে রয়েছে ২৬.২৫ লক্ষ টাকা। ৪.৩৩ কোটি টাকার বন্ড এবং শেয়ার রয়েছে। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ রয়েছে ৩.৮১ কোটি টাকা। গোল্ড বন্ড রয়েছে ১৫.২১ লাখ টাকার। এছাড়াও কংগ্রেস নেতার ৪.২০ লাখ টাকার সোনার গহনা রয়েছে।
হলফনামায় চার বারের সাংসদ তাঁর বিরুদ্ধে থাকা এফআইআর নিয়েও বিস্তারিত তথ্য দিয়েছেন। মোট ১৮টি মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। শিশু সুরক্ষা আইনে (পকসো) তাঁর বিরুদ্ধে একটি এফআইআর রয়েছে। সোশ্যাল মিডিয়ায় নাবালিকা ধর্ষিতার পরিবারের সদস্যদের পরিচয় প্রকাশ করার অভিযোগে পকসো আইনে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
তিনি জানিয়েছেন, "দিল্লি হাইকোর্টের নির্দেশে এফআইআর-টি এখন সিল রয়েছে, তাই আমি এফআইআর-এর বিশদ বিবরণ সম্পর্কে অবগত নই। এফআইআর-এ আমাকে অভিযুক্ত করা হয়েছে কিনা তাও আমি জানিনা। তবে আমি যথেষ্ট সতর্কতা নিয়েই বিষয়গুলি প্রকাশ করেছিলাম।“
হলফনামায় অন্য যে মামলাগুলির কথা তিনি উল্লেখ করেছেন তার মধ্যে বিজেপি নেতাদের করা মানহানির অভিযোগগুলিও রয়েছে। এছাড়াও অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের সাথে যুক্ত অপরাধমূলক ষড়যন্ত্র মামলার কথাও উল্লেখ করেছেন তিনি।
বুধবার প্রিয়াঙ্কা গান্ধীকে সঙ্গী করে বড়সড় রোড শো করে মনোনয়ন পত্র জমা দেন কেরলের ওয়াইনাড কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী। তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী কেরলে দলের রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন এবং বাম প্রার্থী সিপিআই-এর অ্যানি রাজা। ২৬ এপ্রিল ওয়াইনাডে নির্বাচন রয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন