ভোটের আগে দলবদলের হিড়িক রাজস্থানে! মনোনয়ন প্রত্যাহার করে কংগ্রেস ছেড়ে গেরুয়া শিবিরে যোগ নেতাদের

People's Reporter: দৌসা জেলার প্রাক্তন কংগ্রেস জেলা সভাপতিও কংগ্রেস ছেড়ে এদিন ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন। মনোনয়ন জমা দিয়ে তা প্রত্যাহার করে নিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজপাল সিং শেখাওয়াতও।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
Published on

নির্বাচনের আগেই ভেঙে পড়ছে রাজস্থানের কংগ্রেস সংগঠন। নির্দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েও তা প্রত্যাহার করে নিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ‘ঘনিষ্ঠ বন্ধু’ হিসেবে পরিচিত নেতা রামেশ্বর দাধিচ। বৃহস্পতিবার তিনি যোগ দিলেন বিজেপিতে। আবার অন্যদিকে, দৌসা জেলার প্রাক্তন কংগ্রেস জেলা সভাপতিও কংগ্রেস ছেড়ে এদিন ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন।

আগামী ২৫ নভেম্বর মরুরাজ্যের বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে সুরসাগর কেন্দ্র থেকে নির্দলীয় প্রার্থী নিসেবে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন যোধপুরের প্রাক্তন মেয়র রামেশ্বর দাধিচ। কিন্তু জমা দেওয়া সেই মনোনয়ন প্রত্যাহার করে বৃহস্পতিবার গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন দাধিচ। কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজস্থান নির্বাচনে বিজেপির ইনচার্জ প্রহ্লাদ যোশী, কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, এবং বিজেপি সাংসদ রাজেন্দ্র গেহলটের উপস্থিতিতে এদিন পদ্ম পতাকা হাতে তুলে নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ‘ঘনিষ্ঠ’ দাধিচ।

বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেখেই আমি বিজেপিতে যোগ দিয়েছি। দীর্ঘদিন ধরেই তাঁর কাজের ভক্ত আমি। নরেন্দ্র মোদী যদি দেশের প্রধানমন্ত্রী না হতেন, তাহলে হয়তো রামমন্দির (উত্তরপ্রদেশের অযোধ্যায়) তৈরির কাজ শুরুই হতো না।”

ভোটের ঠিক আগে রাজস্থানে কংগ্রেস-সহ অন্যান্য দলের সর্ব স্তরের নেতাদের বিজেপি-যোগ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং জানিয়েছেন, দলের মিথ্যা প্রতিশ্রুতি ও নীতিতে অতিষ্ঠ হয়ে কংগ্রেস ও অন্যান্য দলের অনেক নেতাই বিজেপিতে যোগ দিচ্ছেন। মরুরাজ্যে গেহলটের কংগ্রেস সরকারের আমল ‘শেষ হয়ে এসেছে’ বলেও দাবি করেছেন গজেন্দ্র।

এদিকে শুধু রামেশ্বর দাধিচই নন, নির্বাচনের আগে মনোনয়ন জমা দিয়েও তা প্রত্যাহার করে নিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজপাল সিং শেখাওয়াত। ঝটওয়াড়া কেন্দ্র থেকে তিনি বিজেপি প্রার্থী রাজ্যবর্ধন সিং রাঠোরের বিরুদ্ধে নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। সূত্রের খবর, নির্বাচনের আগেই দল বদলের জন্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা চলছে রাজপালের। অন্যদিকে, দৌসা জেলার প্রাক্তন কংগ্রেস জেলা সভাপতি বিনোদ শর্মাও কংগ্রেস ছেড়ে বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন।

প্রতীকী ছবি
‘সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ, বছরে ১৫টা ছুটি নিয়ম হওয়া উচিত’, ইনফোসিস কর্তার মন্তব্য সমর্থন কংগ্রেস সাংসদের
প্রতীকী ছবি
Iceland: ১৪ ঘন্টায় ৮০০ বার ভূমিকম্প! জরুরী অবস্থা জারি আইসল্যান্ডে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in