ভোটের পাশাপাশি আসছে বিয়ের মরশুমও। আর তাই সবদিক খতিয়ে দেখে দিনবদল হল রাজস্থান বিধানসভা নির্বাচনের। ২৩-এর বদলে ২৫ নভেম্বর ভোটাভুটি হবে মরুরাজ্যের। বুধবার এমনই নির্দেশ শোনাল জাতীয় নির্বাচন কমিশন (ECI)। তবে নির্বাচনের দিন পাল্টালেও ফলাফল ঘোষণার দিন বদল হয়নি। মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা-সহ বাকি চার রাজ্যের সঙ্গে মরুরাজ্যেও নির্ধারিত ৩ ডিসেম্বরেই ফলাফল গণনা হবে।
বুধবার জাতীয় নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, "যোধপুরের বিজেপি সাংসদ পিপি চৌধুরী-সহ রাজস্থানের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং বেশ কয়েকটি গণমাধ্যম নির্বাচনের দিন বদলের আর্জি জানিয়েছিল। কারণ পূর্ব-নির্ধারিত নির্বাচনের দিনে বিশাল-সংখ্যক বিয়ের অনুষ্ঠান ও সামাজিক অনুষ্ঠান রয়েছে। এত বিপুল সংখ্যক বিয়ের অনুষ্ঠানের জন্য অধিকাংশ মানুষের ভোটদানে সমস্যা হতে পারে। ফলে ভোটদাতাদের সক্রিয় মতদানে ব্যাপক হ্রাস দেখা যেতে পারে। সেই কারণেই সমস্ত দিক খতিয়ে দেখে ২৩ নভেম্বরের বদলে ২৫ নভেম্বর রাজস্থানের বিধানসভা নির্বাচনের দিন ঠিক করা হল।”
যোধপুরের বিজেপি বিধায়ক পিপি চৌধুরী ভোটের দিনবদলের আর্জি জানিয়ে নির্বাচন কমিশনকে দেওয়া চিঠিতে জানান, ‘২৩ নভেম্বর গোটা রাজ্যে প্রায় ৫০ হাজারেরও বেশি বিয়ের অনুষ্ঠান রয়েছে। এর ফলে ভোটাররা সক্রিয়ভাবে বুথ কেন্দ্রে গিয়ে নিজের ভোট দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে পারেন।’
নতুন নির্ঘণ্ট অনুযায়ী রাজস্থানের ভোটের বিজ্ঞপ্তি জারি হবে ৩০ অক্টোবর। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ নভেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৯ নভেম্বর।
প্রসঙ্গত, সোমবারই রাজস্থান, মধ্যপ্রদেশ-সহ পাঁচরাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন