নির্বাচনে জিতেও স্বস্তিতে নেই বিজেপি। বিদ্রোহী কাঁটায় জর্জরিত রাজস্থান গেরুয়া শিবির। নিজের অনুগামী বিধায়কদের নিয়ে সোমবার পৃথকভাবে বৈঠকে বসলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। সূত্রের খবর, বৈঠকে ২২ থেকে ২৫ জন বিধায়ক ছিলেন। জয়পুরের সর্দার পটেল মার্গে দলের সদর দফতরে এই বৈঠক করেননি রাজে। নিজের সরকারী বাসভবনে এই বৈঠক করেন তিনি।
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ‘সুনজরে’ ছিলেন না বসুন্ধরা রাজে। প্রথম দফাতে তাঁকে এবং তাঁর অনুরাগীদের টিকিটও দেওয়া হয়নি। এতো কিছু সত্ত্বেও নিজের পুরনো কেন্দ্র ঝালারাপাটনে জয়ী হয়েছেন রাজে এবং পাশাপাশি তাঁর অনুগামীরাও জয়ী হয়েছেন। ফল ঘোষণার পরই মুখ্যমন্ত্রীর কুর্সির দৌড়ে নেমে পড়েছেন রাজে। অনুগামীদের সাথে পৃথক বৈঠক করে নিজের ‘শক্তি প্রদর্শন’ করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
সূত্র মারফত জানা গেছে, সোমবারের ওই বৈঠকে উপস্থিত ছিলেন গোপীচাঁদ মীনা, শঙ্কর সিংহ রাওয়তের মতো হেভিওয়েট বিজেপি বিধায়কেরা। যদিও বিধায়কদের দাবি, এটা নিছকই সৌজন্য সাক্ষাৎ ছিল। তবে সূত্র মারফত জানা গেছে, বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বসুন্ধরাকে মুখ্যমন্ত্রী করার দাবিতে বিধায়করা বিজেপি শীর্ষনেতৃত্বের দ্বারস্থ হবেন।
বিজেপির জাতীয় সহ-সভাপতি রাজে ২০০৩ থেকে ২০০৮ এবং ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত দুবার রাজস্থানের মুখ্যমন্ত্রী ছিলেন। ২০১৮ সালে তাঁকে হারিয়ে অশোক গেহলটের নেতৃত্বে কংগ্রেস সরকার গড়লে, দলের মধ্যে কোণঠাসা হয়ে পড়েন রাজে। এখন যেহেতু ১১৫ টি আসনে জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি, তাই তাঁর অনুগামীরা আবার তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন।
অন্যদিকে সোমবারই রাজস্থানের মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে আলোচনার জন্য দিল্লিতে অমিত শাহের সাথে বৈঠকে বসেন রাজ্য বিজেপির সভাপতি চন্দ্রপ্রকাশ জোশী এবং বিধানসভা ভোটের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক প্রহ্লাদ জোশী। সূত্র মারফত জানা গেছে, মুখ্যমন্ত্রী পদের জন্য প্রথম পছন্দ দুই লোকসভা সাংসদ - দিয়া কুমারি এবং মহন্ত বালকনাথ। অমিত শাহের পছন্দ দিয়া কুমারি এবং মহন্ত বালকনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পছন্দ।
এরপরই পছন্দের তালিকায় রয়েছে তিন কেন্দ্রীয় মন্ত্রী— গজেন্দ্র সিংহ শেখাওয়াত, অশ্বিনী বৈষ্ণব, অর্জুনরাম মেঘওয়াল। এছাড়াও রয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সদ্যজয়ী বিধায়ক রাজ্যবর্ধন রাঠৌর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন