রাজস্থানের রাজসমন্দে দলীয় অফিসে ভাঙচুর চালালো বিজেপি কর্মীরা। চিতোরগড়ে বিজেপি রাজ্য সভাপতি সি পি জোশীর বাড়ি লক্ষ্য করেও বেশ কিছু বিজেপি কর্মী বিক্ষোভ দেখায়। গাড়ি ভাঙচুর করে।
রাজ্যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মীদের বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে। আসন্ন বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই বিজেপি নেতা কর্মীদের বিক্ষোভ বেড়েছে।
আসন্ন বিধানসভা প্রার্থী হতে চেয়েও মনোনয়ন না পেয়ে নেতা কর্মীদের এই বিক্ষোভ দেখা গেছে জয়পুর, আলওয়ার, বুন্দি, উদয়পুর সহ বিভিন্ন জায়গায়।
রবিবার রাজসমন্দে বিজেপি কর্মীরা রাস্তায় নেমে দলের ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে দীপ্তি মাহেশ্বরীকে। স্থানীয়দের বক্তব্য তিনি বহিরাগত। যদিও এর আগেও এই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মাহেশ্বরী। বিক্ষুব্ধ বিজেপি সমর্থকরা স্থানীয় প্রার্থীর দাবিতে কাকরোলি রোডের দলীয় অফিসে ভাঙচুর চালায়। তাঁরা স্থানীয় বিজেপি নেতা দীনেশ বাদালার সমর্থক বলে জানা গেছে।
চিতোরগড়ের বর্তমান বিজেপি বিধায়ক চন্দ্রভান সিংকে প্রার্থী না করায় তাঁর সমর্থকরা গতকাল রাজ্য বিজেপি সভাপতি সি পি জোশীর বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখায় এবং গাড়ি ভাঙচুর করে।
এই ঘটনা প্রসঙ্গে চন্দ্রভান সিং জানিয়েছেন, আমি দু’দিন সময় দিচ্ছি। তার মধ্যে যদি আমাকে মনোনয়ন না দেওয়া হয় তাহলেও আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব।
চন্দ্রভান সিং-এর সমর্থকরা জানিয়েছেন, বর্তমান বিধায়ককে মনোনয়ন না দেওয়া ভুল সিদ্ধান্ত। দু’বারের বিধায়ককে মনোনয়ন না দিয়ে এবার প্রার্থী করা হয়েছে নরপত সিং রাজভীকে। রাজভীর জিতে আসা জয়পুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে রাজসমন্দ-এর সাংসদকে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন