Rajasthan Polls: পড়ুয়াদের বিনামূল্যে ল্যাপটপ, OPS চালু! আরও ৫ নির্বাচনী প্রতিশ্রুতি ঘোষণা গেহলটের

People's Reporter: প্রতিশ্রুতি ঘোষণার সময় মোদীকে কটাক্ষ করে গেহলট বলেন, “মোদী জি, আপনি হয়তো বুঝতেও পারছেন না। কিন্তু এবার আপনার সময় শেষ হয়ে এসেছে।”
অশোক গেহলট
অশোক গেহলটফাইল ছবি
Published on

আরও পাঁচটি নির্বাচনী প্রতিশ্রুতির ঘোষণা করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। শুক্রবার জয়পুরে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে রাজ্যের মানুষের জন্য কংগ্রেস সরকারের বিশেষ পাঁচটি প্রকল্পের কথা জানালেন তিনি। এদিন রাজ্যের সকল ছাত্র-ছাত্রীর জন্য ইংরেজি মাধ্যমে পড়াশোনা থেকে শুরু করে ওপিএস (ওল্ড পেনশন স্কিম) নিয়ে আইন আনার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি মোদী সরকারকেও আক্রমণ করেন গেহলট।

মুখ্যমন্ত্রী অশোক গেহলট সাংবাদিকদের সামনে বলেন, ‘রাজ্যের মানুষ যদি কংগ্রেস সরকারকে আবার ভোটে জিতিয়ে ক্ষমতায় ফেরান তাহলে আমরা সমস্ত সরকারি কলেজের প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য বিনামূল্যে ল্যাপটপ ও ট্যাবলেট দেব।’ পাশাপাশি, গোধন প্রকল্পের আওতায় সরকার ২ টাকা প্রতি কিলোগ্রাম দরে গোবর কিনবে বলেও ঘোষণা করেছেন গেহলট।

রাজস্থানের মুখ্যমন্ত্রী আরও প্রতিশ্রুতি দিয়েছেন, কংগ্রেস আবার সরকার গঠন করলে রাজ্যের সমস্ত পড়ুয়াদের জন্য ইংরেজি মাধ্যমের শিক্ষা নিশ্চিত করা হবে। এবং রাজ্যের প্রায় ১ কোটি মহিলাকে ৩ বছরের বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা-সহ স্মার্টফোনও দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এদিন প্রতিশ্রুতি ঘোষণার সময় মোদীকে কটাক্ষ করে গেহলট বলেন, “মোদী জি, আপনি হয়তো বুঝতেও পারছেন না। কিন্তু এবার আপনার সময় শেষ হয়ে এসেছে।”

এদিকে গত বুধবার রাজস্থানে নির্বাচনী প্রচারে গিয়ে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও কয়েকটি প্রকল্পের কথা ঘোষণা করেছেন। কংগ্রেসের সাধারণ সম্পাদক জানিয়েছেন, রাজ্যের সমস্ত পরিবারের কর্ত্রীদের গৃহ লক্ষ্মী প্রকল্পের আওতায় কয়েক কিস্তিতে বার্ষিক ১০ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়াও রাজস্থানের প্রায় ১.০৫ কোটি পরিবারকে সাবসিডাইজড ৫০০ টাকা মূল্যেই এলপিজি সিলিন্ডার দেওয়া হবে বলে জানান প্রিয়াঙ্কা। এখন রাজ্যের ৭৬ লক্ষ পরিবার এই সুবিধা পান বলে দাবি কংগ্রেসের।

অশোক গেহলট
Chhattisgarh Polls: প্রথম দফার ভোটের ময়দানে ৪৬ কোটিপতি, মিজোরামের মত এখানেও সবচেয়ে ধনী আপ প্রার্থী
অশোক গেহলট
Manish Sisodia: শীর্ষ আদালতে খারিজ মণীশ সিসোদিয়ার জামিনের আবেদন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in