উত্তরপ্রদেশের ১০ রাজ্যসভা আসনে ভোটগ্রহণ চলছে। কিন্তু তার আগে মঙ্গলবার সকালে বড় ধাক্কা খেল রাজ্যের বিরোধী দল সমাজবাদী পার্টি বা এসপি। পদত্যাগ করলেন উত্তরপ্রদেশ বিধানসভায় এসপি-র মুখ্যসচেতক বা চিফ হুইপ মনোজ কুমার পান্ডে।
বিধায়ক সংখ্যার বিচারে সাতটি আসনে বিজেপির জয় নিশ্চিত। বাকি তিনটি আসনে জয় পাওয়ার কথা অখিলেশ যাদবের এসপি-র। কিন্তু ক্রস ভোটিংয়ের সম্ভাবনা উসকে দিয়ে আট নম্বর আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। এর উপর সোমবার রাতে অখিলেশের ডাকা দলীয় বৈঠকে উপস্থিত হননি ৮ এসপি বিধায়ক। এই ঘটনা ক্রস ভোটিংয়ের জল্পনাকে আরও উসকে দিয়েছিল। এই আট জনের মধ্যে ছিলেন ঊনচাহারের বিধায়ক মনোজ কুমার পান্ডেও। মঙ্গলবার সকালেই পদত্যাগ করলেন তিনি।
সোমবার রাতেই দলীয় বিধায়কদের উপর বিজেপি চাপ দিচ্ছে বলে অভিযোগ করেছিলেন এসপি প্রধান অখিলেশ যাদব। তিনি বলেন, "এভাবেই বিজেপি কাজ করে। তারা ভয় দেখায়, মানুষকে হুমকি দেয়, কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে বা কোনো পুরানো মামলা নিয়ে বিরোধীদের চাপ দেয়। কিন্তু এই সব এই নির্বাচনে কাজ করবে না।“
যদিও আজ সকালের এই ঘটনায় কিছুটা মনোবল হারিয়েছেন তিনি। তিনি বলেন, আমরা আশা করি সমাজবাদী পার্টির তিনজন প্রার্থীই জয়ী হবেন। বিজেপি নির্বাচনে জেতার জন্য সমস্ত কৌশল ব্যবহার করতে পারে। আমাদের কিছু নেতা যারা ব্যক্তিগত লাভ চান, তারা বিজেপিতে যেতে পারেন।"
মঙ্গলবার সকাল থেকে উত্তরপ্রদেশ বিধানসভায় শুরু হয়েছে রাজ্যসভার ভোট শুরু হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, দুই উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এবং ব্রজেশ পাঠক, এসপি প্রধান অখিলেশ যাদব ভোট দিয়েছেন। ১০ আসনের জন্য মোট ১১ জন প্রার্থী লড়ছেন।
এ বছর রাজ্যসভার মোট ৫৬টি আসন খালি হয়েছে। ৪১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১৫টি আসনে নির্বাচন হবে। এর মধ্যে ১০টি উত্তর প্রদেশে, চারটি কর্ণাটকে এবং একটি হিমাচল প্রদেশে। সব কেন্দ্রেই আজ নির্বাচন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন