'ইন্ডিয়া' ছেড়ে 'এনডিএ'-র হাত ধরতে চলেছেন উত্তরপ্রদেশের আরএলডি নেতা জয়ন্ত চৌধুরী? এমনকি সমাজবাদী পার্টির থেকে কম আসন ছাড়া বিজেপির সাথেই নির্বাচনে লড়বেন বলে সূত্রের খবর। জাঠ ভোট ব্যাঙ্ককে পাখির চোখ করেই জয়ন্ত চৌধুরী 'এনডিএ'-তে যোগ দেবেন বলেই জানা যাচ্ছে।
আসন্ন লোকসভা নির্বাচনের আগে কার্যত ফিকে হয়ে যাচ্ছে 'ইন্ডিয়া' জোট। বিহারে নীতিশ কুমারের পর উত্তরপ্রদেশের জয়ন্ত চৌধুরীও 'এনডিএ'-র পথে। সূত্রের খবর, অখিলেশ যাদবের সাথে প্রাথমিক ভাবে আসন সমঝোতা হয়েছিল জয়ন্ত চৌধুরীর। জানা গিয়েছিল উত্তরপ্রদেশে ৭টি আসন আরএলডি-র জন্য ছাড়বে অখিলেশের সমাজবাদী পার্টি। অন্যদিকে এনডিএ ছাড়তে রাজি হয়েছে মাত্র ৫টি আসন। এই ৫ আসনেই নাকি সন্তুষ্ট হয়েছেন আরএলডি।
জয়ন্ত চৌধুরীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, সমাজবাদী পার্টির দেওয়া আসনের থেকে এনডিএ-র হয়ে ৫টি আসনে লড়া নাকি আরএলডি-র জন্য বেশি লাভজনক। বিজেপি কাইরানা, বাঘপত, মথুরা এবং আমরোহা লোকসভা আসন ছাড়তে রাজি হয়েছে। আরও একটি আসন নিয়ে আলোচনা চলছে বলেই জানা গেছে।
আরএলডি সূত্রে খবর, উত্তরপ্রদেশে জাঠ সম্প্রদায়ের একটা অংশ আরএলডিকে ভোট দেয়। অন্য অংশের ভোট যায় বিজেপির দিকে। তাই বিজেপির সাথে জোট করলে বেশি লাভ হবে আরএলডির। তবে এখনই সমস্ত কিছু চূড়ান্ত নয়। কোনো পক্ষই বিষয়টি স্পষ্ট করতে চাইছে না।
পুরো বিষয়টি নিয়ে সরাসরি কিছু না বললেও জয়ন্ত চৌধুরীকে 'ইন্ডিয়া' জোটে থাকারই বার্তা দিয়েছেন অখিলেশ যাদব। তিনি বলেন, "জয়ন্ত চৌধুরী একজন স্পষ্টবাদী এবং সুশিক্ষিত ব্যক্তি। তিনি রাজনীতি বোঝেন। আশা করি কৃষকদের আন্দোলনকে তিনি দুর্বল করে দেবেন না"।
উল্লেখ্য, উত্তরপ্রদেশে অতীতের নির্বাচনে একসাথে লড়েছিল সমাজবাদী পার্টি এবং আরএলডি। এমনকি ২০২২ সালে সমাজবাদী পার্টির সমর্থন নিয়ে রাজ্যসভাতেও গিয়েছিলেন জয়ন্ত চৌধুরী।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন