আগামী ২০ মে আমেঠিতে নির্বাচন। একমাসও নেই হাতে। এখনও আমেঠিতে প্রার্থী ঘোষণা করেনি কংগ্রেস। এই আবহেই আমেঠিতে পোষ্টার পড়ল প্রিয়াঙ্কা গান্ধী বঢরার স্বামী রবার্ট বঢরার নামে। পোষ্টারে লেখা আছে, “আমেঠির মানুষ এবার রবার্ট বঢরাকে চায়।“
উল্লেখ্য, কংগ্রেসের শক্ত ঘাঁটি নামে পরিচিত ছিল আমেঠি। অতীতে ওই আসনে সঞ্জয় গান্ধী, রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু ২০১৯ সালে বিশাল জয়ের ব্যবধানে ওই আসনে রাহুল গান্ধীকে হারিয়ে জয়ী হয়েছিলেন বিজেপির স্মৃতি ইরানি।
কিন্তু এবার এখনও আমেঠি থেকে প্রার্থী ঘোষণা করেনি কংগ্রেস। প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরা একাধিকবার প্রকাশ্যে এই কেন্দ্রের প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। পোস্টার প্রকাশের পর তাঁর প্রার্থী হওয়ার ইচ্ছা আরও কিছুটা বাড়িয়ে রবার্ট বলেন, "আমেঠিবাসীর কাছে স্মৃতিজিকে নির্বাচিত করার সিদ্ধান্ত ভুল ছিল। আমি নিশ্চিত যে আমি প্রতিদ্বন্দ্বিতা করলে তারা বিশাল ব্যবধানে আমার জয় নিশ্চিত করবে।" পোস্টারের নীচে লেখা রয়েছে, "আমেঠির জনতা"।
অন্যদিকে, ওই আসনে দাঁড়াতে পারেন রাহুল গান্ধী এমন জল্পনাও শুরু হয়েছে। ২৬ এপ্রিল কেরালার ওয়াইনডে ভোট। ওই আসনে এবারেরও কংগ্রেস প্রার্থী বিদায়ী সাংসদ রাহুল গান্ধী। মনে করা হচ্ছে ওয়াইনডে ভোটের পর আমেঠির হয়ে মনোনয়ন পত্র জমা দেবেন রাহুল। আমেঠিতে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৩ মে।
এদিকে আমেঠিতে এখনও প্রার্থী ঘোষণা না করায় কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেছেন আমেঠির বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি। কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ, ওয়াইনডে ভোট শেষ হলে, আমেঠিতে সাম্প্রদায়িকতার নামে মানুষকে বিভক্ত করার চেষ্টা করবেন রাহুল গান্ধী।
রাহুল গান্ধী নাকি রবার্ট বঢরা - এখন দেখার আমেঠি থেকে আসন্ন লোকসভা ভোটের জন্য কাকে প্রার্থী করে কংগ্রেস।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন