রাজনীতিতে পা রাখতে চলেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরার স্বামী রবার্ট বঢরা! আমেঠি থেকে কংগ্রেস প্রার্থী হবেন তিনি? অর্থাৎ আমেঠিতে কি এবার স্মৃতি ইরানি বনাম রবার্ট বঢরার লড়াই হবে? এমন জল্পনাই উস্কে দিলে রবার্ট নিজেই।
উত্তরপ্রদেশের আমেঠি লোকসভা কেন্দ্রে এখনও প্রার্থী ঘোষণা করেনি কংগ্রেস। প্রথমে রাহুল গান্ধীর নাম শোনা গেলেও তিনি এবার ওই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তিনি লড়ছেন কেবল কেরালার ওয়াইনাড থেকে। এবার প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীকে নিয়ে জল্পনা শুরু হয়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে রবার্ট বলেন, "যদি আমেঠির মানুষ মনে করেন যে তাঁরা ভুল করেছেন। তাঁরা যদি চান গান্ধী পরিবার আবার ফিরে আসুক অথবা আমাকে চায় তাহলে তাঁরা কংগ্রেসকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন"।
তিনি আরও জানান, "কয়েক বছর ধরে গান্ধী পরিবার রায়বেরেলি, সুলতানপুর এবং আমেঠিতে কঠোর পরিশ্রম করছে। এখন দেখা যাচ্ছে বর্তমান সাংসদের প্রতি আমেঠির মানুষ বিরক্ত। তাঁদের বিশ্বাস তাঁরা ভুল মানুষকে সাংসদ হিসেবে নির্বাচিত করেছেন।"
পাশাপাশি রবার্ট বলেন, যিনি গতবার জিতেছিলেন তাঁর মূল লক্ষ্যই ছিল শুধুমাত্র কংগ্রেস পরিবারকে আক্রমণ করা। মানুষের জন্য কাজই করেননি। উল্লেখ্য, এই কেন্দ্রের বর্তমান সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এবারও এই কেন্দ্রে বিজেপির প্রার্থী তিনি।
আমেঠির ইতিহাস দেখলে দেখা যাবে বরাবরই কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল এই কেন্দ্র। এই কেন্দ্র থেকেই নির্বাচিত হয়েছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। এছাড়া কংগ্রেসের টিকিটে জিতেছিলেন সঞ্জয় গান্ধী, সতীশ শর্মা। ২০০৪ সাল থেকে আমেঠি কেন্দ্রের সাংসদ ছিলেন রাহুল গান্ধী। যদিও ২০১৯ লোকসভা নির্বাচনে তিনি এই কেন্দ্রে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানীর কাছে পরাজিত হন। ওই নির্বাচনে স্মৃতি ইরানী পেয়েছিলেন ৪,৬৭,৫৯৮ ভোট এবং রাহুল গান্ধী পান ৪,১২,৮৬৭ ভোট।
উল্লেখ্য, উত্তরপ্রদেশে জোট করে লড়বে বিজেপি বিরোধী মঞ্চ 'ইন্ডিয়া'। ৮০টি লোকসভা আসনের মধ্যে ১৭টিতে লড়বে কংগ্রেস। বাকি আসনগুলিতে ইন্ডিয়া মঞ্চের সদস্য সমাজবাদী পার্টি এবং অন্যান্য আঞ্চলিক দল প্রতিদ্বন্দ্বিতা করবে। এখনও পর্যন্ত ১৪টি আসনে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন