Kerala: কেরলে প্রধানমন্ত্রীর রোড শোতে 'অনুপস্থিত' বিজেপির একমাত্র মুসলিম প্রার্থী, কটাক্ষ সিপিআইএম-র

People's Reporter: এবার লোকসভা নির্বাচনে দক্ষিণ ভারতকে পাখির চোখ করেছে বিজেপি। কারণ এই অঞ্চলে এখনও সেভাবে পদ্ম ফোটাতে পারেনি তারা। দক্ষিণের কোনও রাজ্যেই ক্ষমতায় নেই বিজেপি।
নির্বাচনী প্রচারে মোদী
নির্বাচনী প্রচারে মোদীছবি - বিজেপি-র ফেসবুক পেজ
Published on

কেরালায় নির্বাচনী প্রচার করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু প্রার্থীকেই দেখা গেলো না সেই রোড শোতে অংশ নিতে। যা নিয়ে বিজেপিকে আক্রমণ করেছে সিপিআইএম।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার কেরালার পালাক্কাড়ে। এবার লোকসভা নির্বাচনে দক্ষিণ ভারতকে পাখির চোখ করেছে বিজেপি। কারণ এই অঞ্চলে এখনও সেভাবে পদ্ম ফোটাতে পারেনি তারা। দক্ষিণের কোনও রাজ্যেই ক্ষমতায় নেই বিজেপি। ইতিমধ্যেই পাঁচবার বাম শাসিত কেরালায় প্রচারে গিয়েছেন নরেন্দ্র মোদী। মঙ্গলবার পালাক্কাড়ে একটি রোড শো করেন তিনি। সেখানে পালাক্কাড়ের বিজেপি প্রার্থী সি কৃষ্ণকুমার এবং পোনানি কেন্দ্রের বিজেপি প্রার্থী নিবেদিতা সুব্রমণিয়াম উপস্থিত থাকলেও দেখা যায়নি মালাপ্পুরমের প্রার্থী আব্দুল সালামকে।

এই প্রসঙ্গে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য এ কে বালান বলেন, এখানেও বিজেপি ধর্মীয় মেরুকরণ চাইছেন। কারণ আব্দুল সালাম হলেন মুসলিম মুখ। সেই কারণে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। এইভাবে ভেদাভেদ কখনোই মেনে নেওয়া যায় না।

যদিও আব্দুল সালাম বিরোধীদের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, "আমার প্রধানমন্ত্রীর রোড শোতে যাওয়ার কোনো পরিকল্পনাই ছিল না। কারণ উনি যেখানে প্রচার করছিলেন সেই এলাকা আমার লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে না। তবে আমি মোদীর সাথে দেখা করেছি এবং মালাপ্পুরমে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি।"

নির্বাচনী প্রচারে মোদী
Jharkhand: লোকসভার প্রাক্কালে দলের সমস্ত পদ থেকে ইস্তফা হেমন্তের ভ্রাতৃবধূর, এবার কি বিজেপিতে?
নির্বাচনী প্রচারে মোদী
Pashupati Paras: বিহারে এনডিএ-র আসন সমঝোতা ঘোষণা হতেই জোট ছাড়লেন কেন্দ্রীয় মন্ত্রী পশুপতি পারস

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in