এবার লোকসভা নির্বাচনে মনোনয়ন না পাওয়ায় অভিমানী অভিনেতা রুদ্রনীল ঘোষ? অন্তত রাজনৈতিক মহলে তাঁর সাম্প্রতিক পদক্ষেপের পর সেরকমই গুঞ্জন ছড়িয়েছে। দোলের দিন বিজেপির সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন 'দাদা আমি সাতে-পাঁচে থাকি না' খ্যাত অভিনেতা। তবে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন এখনই তিনি আশা ছাড়ছেন না। দল চাইলে ডায়মন্ডহারবার কেন্দ্রেও প্রার্থী হতে রাজি অভিনেতা।
রবিবার রাজ্যের জন্য দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। মোট ১৮ টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়। যে তালিকায় নাম নেই অভিনেতা রুদ্রনীল ঘোষের। রাজনৈতিক মহলের অনুমান যা নিয়ে কিছুটা অভিমানী অভিনেতা। যদিও এখনও রাজ্যের ৪ আসনে প্রার্থীর নাম ঘোষণা বাকি আছে। তাই এখনই আশা ছাড়ছেন না রুদ্রনীল।
যদিও অভিনেতার দাবি, শুভেচ্ছা-বার্তায় বিরক্ত হয়েই গ্রুপ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রায় ৭৭টি গ্রুপে তাকে রাখা হয়েছিল। তবে ৭৭টি গ্রপ ছাড়লেও অফিসিয়াল ১২টি গ্রুপে তিনি এখনও আছেন। এখনও দল ছাড়ার ব্যাপারে কোনও আলোচনা হয়নি, দাবি অভিনেতা রুদ্রনীল ঘোষের।
এদিন রুদ্রনীল ঘোষ বলেন, “দলের অফিসিয়াল যে গ্রুপ রয়েছে সেগুলো রেখে বাকি অপ্রয়োজনীয় গ্রুপগুলোতে একই মেসেজ বারবার আসে। দোলের দিন আনন্দের সঙ্গে সেগুলো বিসর্জন দিয়েছি। আমার দলে কারা টিকিট পাবেন বা পাবেন না, সেটা রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব তাঁরা ঠিক করেন। এখনও চারটে আসনে প্রার্থী ঘোষণা হয়নি। দল আমাকে নিয়ে কী ভাবছে তার এখনও আলোচনা করার সময় শেষ হয়নি। আমার নিজের আশা থাকবে না, একথা সম্পূর্ণ ভুল।“
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের মুখে আচমকাই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। যদিও বিধানসভা নির্বাচনে বিজেপির ফলাফলের পর তেমন সক্রিয়ভাবে রাজনীতির ময়দানে তাঁকে দেখা যায়নি। এরপর ২০২২ সালেও ফের একবার রুদ্রনীলের দল ছাড়ার জল্পনা ওঠে।
এছাড়াও তিনি বিজেপি করছেন বলে ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছেন না, সেই অভিযোগও তোলেন রুদ্রনীল। সেইসময় সুকান্ত মজদারের কাছে অভিযোগও দায়ের করেছিলেন অভিনেতা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন