UP: অবশেষে কাটল জট, লোকসভায় উত্তরপ্রদেশে একসাথে লড়বে সমাজবাদী পার্টি ও কংগ্রেস, জানালেন অখিলেশ

People's Reporter: মঙ্গলবার রাতে অখিলেশকে ফোন করেন প্রিয়ঙ্কা গান্ধী। জানান, মোরাদাবাদ এবং বালিয়ার বদলে হাথরস, শ্রাবস্তী ও বারাণসীর মধ্যে যে কোনও দু’টি আসন ছাড়লে কংগ্রেস রাজি। এরপরেই সমঝোতার জট কাটে।
রাহুল গান্ধী ও অখিলেশ যাদব
রাহুল গান্ধী ও অখিলেশ যাদব গ্রাফিক্স সুমিত্রা নন্দন
Published on

আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে একসাথে লড়বে সমাজবাদী পার্টি ও কংগ্রেস। বুধবার একথা জানিয়ে দিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। আসন সমঝোতা এখনও আলোচনার পর্যায়ে থাকলেও একসঙ্গে যে লড়বেন তা স্পষ্ট করে দিয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বুধবার তিনি বলেন, ‘‘সব ঠিক আছে। শেষ ভাল যার, সব ভাল তার।’’ সূত্র অনুসারে, কংগ্রেসকে উত্তরপ্রদেশে ১৭ আসন ছাড়বে সমাজবাদী পার্টি।

আসন্ন লোকসভা ভোটে উত্তরপ্রদেশের ৮০ টি আসনের মধ্যে ২৮ টি আসন চেয়েছিল কংগ্রেস। এসপির একটি সূত্র জানাচ্ছে, শেষ পর্যন্ত উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে ১৭টি কংগ্রেসকে ছাড়তে রাজি হয়েছেন অখিলেশ। আগামী দু’-এক দিনের মধ্যেই কংগ্রেস ও সমাজবাদী পার্টির যৌথ সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিক ভাবে জোটের ঘোষণা হতে পারে বলে খবর।

রাহুল গান্ধীর 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'য় তাঁর অনুপস্থিতি নিয়ে বুধবার প্রশ্ন করা হলে অখিলেশ বলেন, ‘‘রাহুল গান্ধীর সঙ্গে আমার কোনও মতবিরোধ নেই।’’

গত তিন সপ্তাহ ধরে ধারাবাহিক টানাপড়েনের জেরে উত্তরপ্রদেশে ‘ইন্ডিয়া’র ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। জানুয়ারী মাসে সমাজবাদী পার্টির পক্ষ থেকে জানানো হয়েছিল কংগ্রেসকে ১১ টি আসন ছাড়ার বিষয়ে সমঝোতা হয়েছে। কিন্তু রাজ্য কংগ্রেস নেতৃত্ব ২৮ টি আসনে লড়ার দাবিতে অনড় থাকে।

এছাড়াও পশ্চিম উত্তরপ্রদেশের মোরাদাবাদ এবং পূর্ব উত্তরপ্রদেশের বালিয়া আসনেও লড়তে চায় কংগ্রেস। পূর্ব উত্তরপ্রদেশের প্রতাপগড় এবং পশ্চিম উত্তরপ্রদেশের বিজনৌর এবং সীতাপুর লোকসভা আসনের দাবিও কংগ্রেসের তরফে জানানো হয় বলে সূত্রের খবর। দফায় দফায় আলোচনার পরেও কোনও সমাধান সূত্র মেলেনি।

এরপর সোমবার একতরফা ভাবে ১৬ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দেয় এসপি। মঙ্গলবার আরও ৯’টি আসনের প্রার্থী ঘোষণা করে তারা। এখনও পর্যন্ত তিন দফায় ৩১ প্রার্থীর নাম ঘোষণা করেছে সমাজবাদী পার্টি।

সূত্রের খবর, এই আবহে মঙ্গলবার রাতে অখিলেশকে ফোন করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তিনি জানান, মোরাদাবাদ এবং বালিয়ার বদলে হাথরস, শ্রাবস্তী এবং বারাণসীর মধ্যে যে কোনও দু’টি আসন ছাড়লে কংগ্রেস আসন সমঝোতায় রাজি। প্রিয়াঙ্কার এই প্রস্তাবে রাজি হন অখিলেশ। সমাজবাদী পার্টির এক সূত্র জানাচ্ছে, হাথরস আসনটি কংগ্রেসকে ছাড়া হতে পারে।

সূত্র অনুসারে কংগ্রেসকে ছাড়া হচ্ছে আমেঠি, রায়বেরিলি, কানপুর, ঝাঁসি, বারাবাঙ্কি, সীতাপুর, কাইসেরগঞ্জ, বারাণসী, আমরোহা, সাহারাণপুর, গৌতম বুদ্ধ নগর, গাজিয়াবাদ, বুলন্দশহর, ফতেপুর সিক্রি, হাথরাস, মহারাজগঞ্জ এবং বাগপত। কিছু আসন দুই দলের মধ্যে আলোচনার পরে পরিবর্তিত হতে পারে।

জানা গেছে উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে ৬২ আসনে লড়বে সমাজবাদী পার্টি, ১৭ আসনে কংগ্রেস এবং ১ টি আসন ছাড়া হবে চন্দ্রশেখরের ভীম আর্মি দলকে।

রাহুল গান্ধী ও অখিলেশ যাদব
Lok Sabha Polls 24: মহারাষ্ট্রের ৩৯ টি আসনে ঐক্যমত ‘ইন্ডিয়া’ জোটের - জানালেন শরদ পাওয়ার
রাহুল গান্ধী ও অখিলেশ যাদব
Farmers Protest: বিনা প্ররোচনায় কৃষকদের উপর টিয়ার গ্যাস ছুড়ছে হরিয়ানা পুলিশ, অভিযোগ পাতিয়ালা DIG-র

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in