সন্দেশখালির মহিলা রেখা পাত্রকে লোকসভা নির্বাচনে বসিরহাটের প্রার্থী করেছে বিজেপি। এবার সেই রেখা পাত্রকেই নিশানা করল তৃণমূল। রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ড ও লক্ষ্মীর ভান্ডারের সুবিধা ভোগ করছেন রেখা পাত্র। এমনই অভিযোগ তুলেছে তৃণমূল। যদিও এর পাল্টা দিয়েছে বিজেপি।
বৃহস্পতিবার রেখা পাত্রের স্বাস্থ্যসাথীর কার্ডের ছবি সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করেন তৃণমূলের মিডিয়া সেলের কনভেনার তথা তমলুকের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তিনি পোস্টে লেখেন, “বিজেপি প্রার্থী রেখা পাত্রও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্বাদ পেয়েছেন। রইল তাঁর স্বাস্থ্যসাথী কার্ডের ডিটেলস।“
এরপরেই প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি লেখেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরবর্তীকালে যখন আপনি রেখা পাত্রকে ফোন করবেন তাঁকে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে প্রশ্ন করতে ভুলবেন না। সেক্ষেত্রে বুঝতে পারবেন কী ভাবে আমাদের নেত্রীর মস্তিষ্ক প্রসূত স্বাস্থ্য সাথী ব্যর্থ আয়ুষ্মান ভারত প্রকল্পকে ছাপিয়ে গিয়েছে।“
এনিয়ে রেখা পাত্রকে কটাক্ষ করেছেন সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোও। তিনি বলেন, “শুনেছি রেখা পাত্র, বহিরহাট লোকসভার বিজেপি প্রার্থী অসুস্থ হয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর তৈরি করা স্বাস্থ্য সাথী কার্ড রেখা পাত্রের রয়েছে। তিনি লক্ষ্মীর ভাণ্ডারও পান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রকল্পের সুবিধা রেখা পাত্র পান। যাঁরা মুখ্যমন্ত্রীর প্রকল্পের সুবিধা পেয়েও দিদির বিরোধিতা করবেন, তাঁদের বলব একটু ভেবে দেখুন। রেখা পাত্র দিদির সমস্ত প্রকল্প গ্রহণ করেছেন। এখনও তিনি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন।“
যদিও এর পাল্টা প্রতিক্রিয়া দেয় বিজেপি। বিজেপির মিডিয়া সেলের প্রধান অমিত মালব্য বলেন, "বিজেপি প্রার্থীর ব্যক্তিগত তথ্য প্রকাশ করে নিম্নরুচির পরিচয় দিল তৃণমূল। নির্বাচন কমিশন নিশ্চিত করুক যাতে বাংলার মানুষের ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে না আসে।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন