আসন্ন লোকসভা নির্বাচনে হায়দরাবাদ লোকসভা কেন্দ্রে বড়সড় চমক দিতে পারে কংগ্রেস। ওই কেন্দ্রে AIMIM-র আসাউদ্দিন ওয়াইসির বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী করা হতে পারে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে। একাধিক সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা যাচ্ছে।
মিমের শক্ত ঘাঁটি দুর্বল করতে মরিয়া হয়ে উঠেছে কংগ্রেস। কারণ ১৯৮০ সালে হায়দরাবাদ কেন্দ্রে শেষবার জয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থী কে এস নারায়ণ। তারপর থেকে এই কেন্দ্রে জয়ের মুখ দেখেনি কংগ্রেস। এবার এই আসনে মিমকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে কংগ্রেস।
সূত্রের খবর, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, গোয়া এবং দমন ও দিউ-র প্রার্থী নিয়ে বৈঠক করে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি। বৈঠকে ১৮ জনের নাম পেশ করা হয়েছে বলে জানা যায়। তার মধ্যেই নাম ছিল সানিয়া মির্জার। জানা যাচ্ছে, সানিয়াকে প্রার্থী করার প্রস্তাব দেন ভারতের প্রাক্তন ক্রিকেট দলের অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। তবে সানিয়ার তরফ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি বলেই খবর।
উল্লেখ্য, ২০০৪ সাল থেকে এই হায়দরাবাদ কেন্দ্রটি জিতে আসছেন আসাউদ্দিন। তার আগে ১৯৮৪ সাল থেকে ১৯৯৯ পর্যন্ত কেন্দ্রটির সাংসদ ছিলেন সুলতান সালাহউদ্দিন ওয়াইসি। এর মধ্যে শুধু ১৯৮৪ সালে নির্দল হিসেবে জয়ী হয়েছিলেন সালাহউদ্দিন। বাকি সময়ে মিমের টিকিটেই জিতেছিলেন তিনি।
২০১৯ সালে লোকসভা নির্বাচনে ৫ লক্ষ ১৭ হাজারের বেশি ভোট পেয়েছিলেন আসাউদ্দিন। কংগ্রেস প্রার্থী ফিরোজ খান পেয়েছিলেন প্রায় ৫০ হাজার ভোট। সেই কারণেই এবার হায়দরাবাদ কেন্দ্রে হেভিওয়েট প্রার্থী দিতে চাইছে কংগ্রেস।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন