লোকসভা নির্বাচনের আগে তামিলনাড়ুর একাধিক জায়গা জুড়ে মোদীর ছবি দিয়ে জি পে বা গুগল পে-র আদলে স্ক্যানার তৈরি করে পোস্টার লাগানো হয়েছে। ওই স্ক্যানার স্ক্যান করলেই ইলেক্টোরাল বন্ড থেকে শুরু করে মোদী সরকারের আমলে বিভিন্ন বিতর্কিত ইস্যু দেখা যাচ্ছে। যা নিয়ে সুর চড়িয়েছে বিজেপি।
অনলাইন মারফত লেনদেনের জনপ্রিয় অ্যাপ হলো গুগল পে। গুগল পে তে কিউ আর কোড থাকে, যেটি স্ক্যান করলে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়। আবার অনেকক্ষেত্রে দেখা যায় কোনো তথ্য জানার জন্য কিউ আর কোড স্ক্যান করতে হয়। অর্থাৎ স্ক্যান করলে সংশ্লিষ্ট বস্তু সম্পর্কে সব ধারণা আপনি পেয়ে যাবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে। তেমনই কিউ আর কোড সহ এক পোস্টার ছেয়ে গেছে তামিলনাড়ুর অলিগলিতে। যেখানে রয়েছে মোদীর ছবিও। তামিলনাড়ুতে মোদীর সফরের পরের দিনই এই পোস্টারগুলি দেখা যায়।
ওই পোস্টারে তামিল ভাষায় 'জি' লেখা আছে। এখানে 'জি' অর্থে কোনো ব্যক্তিকে সম্বোধন করা হয়েছে। কারণ হিন্দিতে নামের শেষে জি ব্যবহার করা হয় সম্মান জানানোর জন্য। যেমন নেতাজি, মোদীজি ইত্যাদি। পোস্টারের নীচে ইংরাজী এবং তামিল দুই ভাষাতেই লেখা আছে স্ক্যান এবং স্ক্যাম শব্দদুটি। তবে নির্বাচনের আগে কারা এই পোস্টার দিয়েছে তা এখনও জানা যায়নি।
বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে, বেছে বেছে নির্বাচনের আগেই বিরোধীদলগুলি চক্রান্ত করে এইসব কাজ করছে। নরেন্দ্র মোদীর বদনাম করতে এই ধরণের পোস্টার লাগানো হচ্ছে। কিন্তু এইসব করে বিজেপিকে দমানো যাবে না।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন