ভোটের আগে ফের একবার প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। আসানসোলে বিজেপির কর্মীসভা চলাকালীন প্রার্থীর সামনেই শুরু হয় মারামারি, ভাঙচুর। এই ঘটনায় মুহুর্তেই উত্তেজনা ছড়ায়। সূত্রের খবর, আসানসোলের প্রার্থীকে নিয়ে অসন্তোষের জেরেই গোলমাল।
জানা গেছে, বৃহস্পতিবার আসন্ন লোকসভার রণকৌশল নিয়ে আলোচনা করার জন্যেই কর্মীসভা ডেকেছিলেন বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। এদিন বারাবনির বড়থানের দলীয় কার্যালয়ে হচ্ছিল সেই কর্মীসভা।
জানা গেছে, আলুওয়ালিয়া সেখানে প্রবেশ করা মাত্রই বচসা বাঁধে কর্মীদের মধ্যে। প্রথমে মুখে বললেও পরে হাতাহাতিতে পৌঁছে যায়। একসময় তা গড়ায় চেয়ার-টেবিল ছোড়াছুড়িতে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। সংবাদমাধ্যমকে ছবি তুলতে বাধা দেওয়া হয়। পরে বিজেপি নেতৃত্ব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সূত্রের খবর, এদিন এই পরিস্থিতি তৈরি হয়েছিল আসানসোলের আদি-নব্য গোষ্ঠীর মধ্যে। আদি গোষ্ঠীর অভিযোগ, নির্বাচনী প্রচারে গুরুত্ব পাচ্ছেন না তাঁরা। তাঁদের না জানিয়েই প্রচারের যাবতীয় সূচি ঠিক করা হচ্ছে।
উল্লেখ্য, ২০১৯ সালে তিনি বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী হয়ে জিতেছিলেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া। চব্বিশের লোকসভা ভোটে আসানসোল থেকে প্রার্থী করা হয়েছে তাঁকে। এই এলাকায় তাঁর শ্বশুরবাড়ি। ফলে এবারে জয় নিয়ে আত্মবিশ্বাসী তিনি। তার জন্য দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব থাকলে তা মেটাতে হবে, তা বেশ বুঝেছেন বিজেপি প্রার্থী। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসাবে তৃণমূলের হয়ে লড়বেন বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন