Tripura Polls: আসন সমঝোতা চূড়ান্ত, বিজেপিকে পরাস্ত করতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে বাম-কংগ্রেস

বামফ্রন্ট লড়বে ৪৭টি এবং কংগ্রেস লড়বে ১৩টি আসনে। ত্রিপুরায় বিজেপি দিয়েছে ৫৫টি এবং জোট সঙ্গী আইপিএফটি দিয়েছে ৬টি আসনে। একটি আসন অতিরিক্ত দিয়েছে আইপিএফটি। তৃণমূলের প্রার্থী সংখ্যা ২৮ জন।
ফাইল চিত্র
ফাইল চিত্র
Published on

ত্রিপুরার নির্বাচনে জোটের জট কেটে গেল বাম কংগ্রেসের। তিনটি আসনে কংগ্রেস মনোনয়ন প্রত্যাহার করাতেই সমস্যার সমাধান। ফলে বিরোধী জোট নিয়ে আর কোনও সমস্যা থাকল না। ত্রিপুরায় নির্বাচন আগামী ১৬ ফেব্রুয়ারি।

ত্রিপুরার নির্বাচনের দিন ঘোষণার আগে থেকেই একপ্রকার নিশ্চিত ছিল বামফ্রন্ট ও কংগ্রেসের মধ্যে জোট। তবে আসন বন্টন নিয়ে মত বিরোধ দেখা দেওয়ায় অনেকে ভেবেছিলেন দুই দল পৃথকভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

প্রসঙ্গত, বামফ্রন্ট লড়বে ৪৭টি এবং কংগ্রেস লড়বে ১৩টি আসনে। আসন চূড়ান্ত হওয়ার পরেই সিপিআইএম অতিরিক্ত যে ১৩টি আসনে প্রার্থী দিয়েছিল তাও প্রত্যাহার করে নেয়। আসন সমঝোতা হওয়ার পর ত্রিপুরা কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা বলেন, রাজ্যে শান্তির পরিবেশ ফেরাতে কংগ্রেস ও বামফ্রন্ট একযোগে লড়বে। দলের সকলে যাতে এই সিদ্ধান্ত সমর্থন করেন সেটার জন্য আবেদন করছি। রাজ্যে গণতন্ত্র ফেরাতে হলে বিজেপিকে হারাতেই হবে। তাই আমরা বাধারঘাট, বড়জলা ও রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী প্রত্যাহার করেছি। ওই তিন কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক, আরএসপি এবং সিপিআই(এম) প্রার্থী দিয়েছে।

অন্যদিকে, সিপিআইএম মুখপত্র গণশক্তি মারফত জানা যাচ্ছে, ত্রিপুরায় বিজেপি ও জোট সঙ্গী আইপিএফটির মধ্যে এখনও আসন সংক্রান্ত সমীকরণ মেলেনি। ৬০ আসনের ত্রিপুরায় বিজেপি দিয়েছে ৫৫টি এবং আইপিএফটি দিয়েছে ৬টি আসনে। একটি আসন অতিরিক্ত দিয়েছে আইপিএফটি। তৃণমূলের প্রার্থী সংখ্যা ২৮ জন। বাকি আসনে প্রার্থীই দিয়ে পারেনি তারা।

ফাইল চিত্র
BBC-র 'মোদী তথ্যচিত্র' কেন নিষিদ্ধ? জবাব চেয়ে কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের
ফাইল চিত্র
Meghalaya Polls: মুখ্যমন্ত্রী সাংমার বিরুদ্ধে BJP-র প্রার্থী প্রাক্তন জঙ্গি নেতা মারাক

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in