বিজেপির ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর থেকেই একের পর এক প্রার্থী নিজেদের নাম প্রত্যাহার করে নিচ্ছেন। ফলে কিছুটা হলেও চিন্তিত গেরুয়া শিবির।
গত শনিবার লোকসভা নির্বাচনের জন্য প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। সেই তালিকাতে নাম ছিল গুজরাটের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী নীতিন প্যাটেলের। কিন্তু নির্বাচনে লড়তে ইচ্ছুক নন তিনি। প্রার্থী তালিকাতে জায়গা পাওয়ার পরেও লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন। গুজরাটের মেহসানা লোকসভা আসন থেকে তাঁকে প্রার্থী করা হয়েছিল।
এর আগে পশ্চিমবঙ্গের আসনসোল থেকে বিজেপি প্রার্থী করা হয়েছিল ভোজপুরী তারকা পবন সিংকে। কিন্তু নিজের নাম প্রত্যাহার করে নেন তিনি। এক্স হ্যান্ডেলে পবন লেখেন, ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্বের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমার ওপর বিশ্বাস করে পার্টি আমাকে আসানসোলের প্রার্থী করেছিল। কিন্তু কিছু কারণের জন্য আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো না।
আসানসোল থেকে না লড়লেও অন্য কোনো আসন থেকে লড়াইয়ের জল্পনা জিইয়ে রাখলেন পবন। সোমবার বিজেপি সভাপতি জেপি নাড্ডার সাথে বৈঠক করেন পবন সিং। বৈঠক শেষে পবন জানান, আমার বক্তব্য সভাপতির কাছে জানিয়েছি। সময় হলে সবটাই প্রকাশ্যে আনা হবে।
উল্লেখ্য, ১৯৫ প্রার্থীর মধ্যে ১০২ জন প্রার্থী এসসি, ওবিসি এবং এসটি সম্প্রদায় ভুক্ত। বাকি ৯৩ জন প্রার্থী জেনারেল কাস্টের প্রার্থী।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন