আসন্ন লোকসভা ভোটে মহারাষ্ট্রের ৪৮ টির মধ্যে ৩৯ টি আসনে ঐক্যমতে পৌঁছেছে ‘ইন্ডিয়া’ জোটের তিন শরিক দল। মঙ্গলবার ছত্রপতি শিবাজির বংশধর ছত্রপতি শাহু মহারাজের সঙ্গে দেখা করার পর কোলাপুরে এমনই জানালেন এনসিপির প্রতিষ্ঠাতা শরদ পাওয়ার। তিনি জানান, মহারাষ্ট্রে বিজেপি জোটের বিরুদ্ধে কংগ্রেস, এনসিপি (শরদ) এবং উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (ইউবিটি) এক সঙ্গে লড়বে।
শরদ মঙ্গলবার জানান - ‘‘৩৯টি লোকসভা আসনে রফা চূড়ান্ত হয়ে গিয়েছে। বাকি পাঁচ-ছ’টির জন্য আলোচনা এগোচ্ছে।’’ লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে তিন বিরোধী দলের জোট ‘মহাবিকাশ আঘাদি’তে বিআর অম্বেডকরের পৌত্র তথা প্রাক্তন সাংসদ প্রকাশ অম্বেডকরের দল ‘বঞ্চিত বহুজন আঘাদি’ যোগ দিতে পারে বলেও সূত্রের খবর।
এর আগেও লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছিল প্রকাশ অম্বেডকর। ১৯৯৮ এবং ১৯৯৯ সালে দু’বার লোকসভা ভোটেও জিতেছিলেন অকোল থেকে। তবে ২০১৯ সালে আসাদউদ্দিন ওয়েইসির ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (মিম)-এর সঙ্গে জোট গড়েছিলেন তিনি। ভোটে হারেন প্রকাশ।
উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট বেঁধে মহারাষ্ট্রে ২৩টি আসনে লড়েছিল উদ্ধব ঠাকরের শিবসেনা গোষ্ঠী। ১৮ টিতে জিতেছিল এই জোট। অন্যদিকে কংগ্রেসের সহযোগী হিসাবে ১৯টিতে লড়ে ৪টি জিতেছিল এনসিপি। ২৫টি লড়ে কংগ্রেসের ঝুলিতে আসে মাত্র ১টি! তবে এখন পরিস্থিতি পালটেছে। ২০২২ সালের একনাথ শিন্ডে গোষ্ঠীর বিদ্রোহের পর ১২ জন সাংসদ যোগ দেয় শিন্ডে-বিজেপি শিবিরে। অন্যদিকে এনসিপির বিদ্রোহী অজিত পাওয়ারও এখন শিন্ডে শিবিরে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন