সব জল্পনা ও আলোচনার দিন শেষ। কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন সিদ্দারামাইয়া (Siddaramaiah)। উপমুখ্যমন্ত্রী হবেন প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার (DK Shivakumar)। বৃহস্পতিবার, দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল (KC Venugopal)।
একইসঙ্গে, বেণুগোপাল জানান, কর্ণাটকে মুখ্য়মন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে সমমনস্ক রাজনৈতিক দলগুলিকে আমন্ত্রণ জানানো হবে।
আজ মুখ্য়মন্ত্রীর শপথ গ্রহণের কথা থাকলেও, গতকাল রাতেই কংগ্রেস সূত্রে জানিয়ে দেওয়া হয়, বৃহস্পতিবার নয়, কর্ণাটকের মুখ্য়মন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান হবে আগামী ২০ মে, শনিবার। তবে, তার আগে আজ কংগ্রেসের পরিসদীয় দলনেতা নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়েছে কংগ্রেস।
আজ সকালে দিল্লিতে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করতে আসেন সিদ্দারামাইয়া ও ডিকে শিবকুমার। কেসি বেণুগোপালের বাড়িতে একসঙ্গে প্রাতঃরাশ সারেন কর্ণাটকের ভাবি মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রী। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেস ইনচার্জ রণদীপ সূরজেওয়ালাও।
এর আগে বুধবার, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাথে পৃথক বৈঠক করেন সিদ্দারামাইয়া ও ডিকে শিবকুমার। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গেও মধ্যাহ্নভোজ সারেন কর্ণাটকের দুই শীর্ষ নেতা।
উপ-মুখ্যমন্ত্রী হিসাবে ডিকে তাঁর নাম ঘোষণার পরই টুইট করেন কেপিসিসি সভাপতি ডিকে শিবকুমারে। টুইটারে শিবকুমার বলেন, 'কর্ণাটকের সুরক্ষিত ভবিষ্যৎ ও সাধারণ মানুষের কল্য়াণই আমাদের সর্বাধিক অগ্রগণ্যতা, আর সেই বিষয়টি নিশ্চিত করতে আমরা একজোট হয়ে থাকব।'
প্রসঙ্গত, পাঁচ দশকেরও বেশি সময় ধরে রাজনীতি করছেন সিদ্দারামাইয়া। অনগ্রসর শ্রেণীর নেতাদের মধ্যে অন্যতম হলেন সিদ্দারামাইয়া (৭৫)। এই তালিকায় রয়েছেন, জেডি (এস) নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া (৯১) এবং বিজেপি নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিউরপ্পা (৮০)।
অন্যদিকে, ডি কে শিবকুমার হলেন কর্ণাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি এবং কনাকাপুরা আসনের আটবারের বিধায়ক। কর্ণাটকে কংগ্রেসের জয়ের পিছনে শিবকুমারকে স্থপতি হিসাবে দেখা হচ্ছে।
এদিকে, শিবকুমারকে মুখ্যমন্ত্রী না করায় সংবাদ মাধ্যমের সামনে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তাঁর ভাই ডি কে সুরেশ (DK Suresh)। তিনি বলেন, 'এই সিদ্ধান্তে আমি সম্পূর্ণ খুশি নই। কিন্তু কর্ণাটকের মানুষের স্বার্থে আমাদের দায়িত্ব পূরণ করতে হবে। সেই কারণেই ডিকে শিবকুমার এই পদ গ্রহণ করেছেন। সামনে অনেক দীর্ঘ পথ, পরবর্তী সময়ে দেখা যাবে কী হবে...।'
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন