লোকসভা নির্বাচনে BJP-র বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে নামছে সংযুক্ত কিষাণ মোর্চা

২০২৪ সালের আগে কর্ণাটক-সহ যে সকল রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানেই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্র তৈরি করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবে SKM।
কিষাণ মহাপঞ্চায়েত
কিষাণ মহাপঞ্চায়েতফাইল ছবি - এআইকেএস ফেসবুক পেজের সৌজন্যে
Published on

কার্যত যুদ্ধ ঘোষণা করে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। রবিবার, এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে কৃষক সংগঠনগুলির যৌথ মঞ্চ।

ফসলের সহায়ক মূল্যের (MSP) আইনি গ‍্যারান্টি, MSP নিয়ে কমিটি গঠন, কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে মামলা প্রত‍্যাহার সহ একাধিক দাবি নিয়ে বহুবার রাস্তায় নেমেছে সংযুক্ত কিষাণ মোর্চা। কিন্তু, সেই দাবী পূরণ করেনি কেন্দ্রের মোদী সরকার।  

এর আগে, দেশের বিভিন্ন জাতীয় সড়কে ‘চাক্কা জ্যাম’, ‘কিষাণ মহাপঞ্চায়েত’ কর্মসূচি নিয়েছিল সংযুক্ত কিষাণ মোর্চা বা SKM। উঠেছিল বিজেপির বিরুদ্ধে 'বিশ্বাসঘাতকতা'র শ্লোগান। এবার সরাসারি মোদী সরকারের বিরুদ্ধে সংঘাতের পথ বেছে নিল কৃষক সংগঠনগুলির যৌথ মঞ্চ।

জানা গেছে, ২০২৪ সালের আগে কর্ণাটক-সহ যে সকল রাজ্যে বিধানসভা নির্বাচন হবে, সেখানেই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্র তৈরি করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবে SKM।

প্রসঙ্গত, আগামী ১০ মে, কর্ণাটকে বিধানসভা নির্বাচন। সেখানেও বিজেপির বিরুদ্ধে প্রচারাভিযানে নামছে সংযুক্ত কিষাণ মোর্চা। জানা যাচ্ছে, রবিবার, এক বৈঠক করেছে SKM, যেখানে নভেম্বর পর্যন্ত একটি কর্মপরিকল্পনা তৈরি করেছে SKM। পরবর্তীকালে, আবার আলোচনা করে ২০২৪ সালের মে পর্যন্ত পরবর্তী কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে।        

এদিন, একাধিক কর্মসূচীর কথা তুলে ধরেন SKM নেতা জোগিন্দর সিং উগরাহান ও দর্শন পাল।

এক বিবৃতিতে SKM জানিয়েছে, ২৬ মে থেকে সারাদেশে সাংসদদের বাসভবন/অফিসে বিক্ষোভ দেখানো হবে এবং নির্বাচিত প্রতিনিধিদের স্মারকলিপি দেওয়া হবে।

জুন ও জুলাই মাসে একাধিক রাজ্যে সমাবেশ এবং সম্মেলনের আয়োজন করা হবে। এই সময়ের মধ্যে, যে সংগঠনগুলি বিভিন্ন কারণে SKM-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে, তাঁদেরকে পুনরায় আন্দোলনে সামিল করার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হবে। এবং, যারা SKM-এ যোগ দিতে চান, তাদের সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে এবং SKM-এর গঠনতন্ত্র মেনে নিতে বলা হবে।

১ থেকে ১৫ আগস্ট, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির সাথে রাজ্যগুলিতে বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

১ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে একটি পদযাত্রা করা হবে। নাম দেওয়া হবে 'রাষ্ট্রীয় যাত্রা' (Rashtriya Yatra)। এটি বিভিন্ন রাজ্যের উপর দিয়ে যাবে। বিশেষ করে, সেপ্টেম্বর মাসে যে রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে, রাজস্থান এবং তেলেঙ্গানার নাম সামনে থাকছে।

এরপর, ৩ অক্টোবর - উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষকদের হত্যার দ্বিতীয় বার্ষিকী অনুষ্ঠিত হবে। এবং, বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনের তৃতীয় বার্ষিকী উপলক্ষে ২৬ নভেম্বর থেকে তিন দিনের একটি কর্মসূচিও নেওয়া হবে।

কিষাণ মহাপঞ্চায়েত
John Brittas: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা; CPIM সাংসদকে শো-কজ নোটিশ রাজ্যসভার চেয়ারম্যানের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in