রাজস্থান থেকে রাজ্যসভার প্রার্থী হিসেবে আজই মনোনয়ন জমা দেবেন প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। সূত্র অনুসারে, তাঁর ছেড়ে আসা রায়বেরিলি আসন থেকে আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।
লোকসভা সাংসদ হিসেবে পাঁচবার নির্বাচিত হবার পর এই প্রথম সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় যাবেন সোনিয়া গান্ধী। গান্ধী পরিবারের সদস্য হিসেবে সোনিয়া গান্ধীই দ্বিতীয় জন, যিনি সংসদের উচ্চকক্ষে প্রবেশ করবেন। এর আগে ১৯৬৪-র আগস্ট থেকে ১৯৬৭-র ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যসভার সাংসদ ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।
রাজ্যসভা নির্বাচনে রাজস্থান থেকে সোনিয়া গান্ধীর মনোনয়ন জমা দেওয়াকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ রাজস্থানের বদলে দক্ষিণের রাজ্য কর্ণাটক অথবা তেলেঙ্গানা থেকেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেন। রাজনৈতিক মহলের মতে, কংগ্রেসের প্রতি হিন্দি বলয়ের মানুষের আস্থা ফেরাতেই দক্ষিণের কোনও রাজ্যের বদলে তিনি রাজস্থানকেই বেছে নিয়েছেন।
বুধবার সোনিয়া গান্ধীর সঙ্গে মনোনয়ন জমা দিতে জয়পুর যেতে পারেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যসভার নির্বাচন।
এবারের রাজ্যসভা নির্বাচনে ১৫ রাজ্য থেকে ৫৬ জন সাংসদ নির্বাচিত হবেন। প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং-এর মেয়াদ শেষ হওয়ায় রাজস্থানে এই আসন শূন্য হয়েছে। রাজস্থানে শূন্য হওয়া মোট তিনটি আসনের মধ্যে একটি আসনে কংগ্রেসের জয় নিশ্চিত।
১৯৯৯ সালে কংগ্রেস সভাপতি হবার পর রায়বেরিলি কেন্দ্র থেকে প্রথমবার লোকসভায় নির্বাচিত হন সোনিয়া গান্ধী। ওই কেন্দ্র থেকেই একটানা পাঁচ বার তিনি সাংসদ নির্বাচিত হয়েছেন। ৭৭ বছর বয়সী সোনিয়া গান্ধী এবারই প্রথম রাজ্যসভার সাংসদ হবেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন