উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভা নির্বাচনে সমাজবাদী পার্টি ও রাষ্ট্রীয় লোকদলের যৌথ প্রার্থী হচ্ছেন রাষ্ট্রীয় লোকদল (আরএলডি) সভাপতি জয়ন্ত চৌধুরী। বৃহস্পতিবার সমাজবাদী পার্টির পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। সমাজবাদী পার্টির অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে এক ট্যুইটে জানানো হয়েছে, "জয়ন্ত চৌধুরী এসপি এবং আরএলডির যৌথ প্রার্থী হবেন।"
বুধবারই প্রবীণ কংগ্রেস নেতা কপিল সিবাল রাজ্যসভা নির্বাচনের জন্য এসপি-সমর্থিত নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়াও সমাজবাদী পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন জাভেদ আলি খান।
উত্তরপ্রদেশ বিধানসভায় ২৭৩ জন বিধায়ক নিয়ে, ভারতীয় জনতা পার্টি-র নেতৃত্বাধীন ক্ষমতাসীন এনডিএ সহজেই আটজন সদস্যকে সংসদের উচ্চকক্ষে নির্বাচিত করতে সক্ষম হবে। যেখানে এসপি এবং তার সহযোগীরা (আরএলডি এবং ওম প্রকাশ রাজভারের এসবিএসপি) সহ ১২৫ বিধায়কের মিলিত শক্তিতে তিন প্রার্থীর জয় নিশ্চিত। প্রসঙ্গত, উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভায় ৩১ সদস্য যেতে পারেন।
রাজ্যের ১১ জন অবসরপ্রাপ্ত সাংসদের মধ্যে পাঁচজন বিজেপির, তিনজন এসপির, দুইজন বহুজন সমাজ পার্টির (বিএসপি) এবং একজন কংগ্রেসের। যাঁদের মেয়াদ শেষ হচ্ছে তাঁদের মধ্যে কংগ্রেসের সিবাল, বিএসপি-র সতীশ চন্দ্র মিশ্র এবং এসপি-র রেবতী রমন সিং রয়েছেন।
উত্তরপ্রদেশ বিধানসভায় ৪০৩ জন নির্বাচিত সদস্য। রাজ্যসভার একটি আসনে জয়ের জন্য প্রয়োজন কমপক্ষে ৩৪ ভোট। ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল এবার রাজ্যসভা নির্বাচনের সমীকরণ পাল্টে দিয়েছে।
বর্তমানে বিধানসভায় কংগ্রেসের দুইজন বিধায়ক, আর মায়াবতীর বিএসপির একজন বিধায়ক। দুই প্রবীণ BSP নেতা -- মিশ্র এবং অশোক সিদ্ধার্থ -- জুলাই মাসে উচ্চকক্ষ থেকে অবসর নেবেন। এরপর সংসদের উচ্চ কক্ষে বিএসপি-র একজন মাত্র সদস্য থাকবেন, রামজি গৌতম।
বিজেপির পাঁচ জন অবসরপ্রাপ্ত রাজ্যসভার সাংসদ হলেন জাফর ইসলাম, শিব প্রতাপ শুক্লা, সঞ্জয় শেঠ, সুরেন্দ্র নগর এবং জয় প্রকাশ নিষাদ।
এসপি নেতাদের মধ্যে মেয়াদ পূর্ণ করছেন উত্তরপ্রদেশ বিধান পরিষদের প্রাক্তন চেয়ারম্যান সুখরাম সিং যাদব। যাঁর ছেলে মোহিত সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন। যাদব ছাড়াও, রেবতী রমন সিং এবং বিশম্ভর প্রসাদ নিষাদের মেয়াদও জুলাইয়ে শেষ হবে।
নির্বাচন কমিশন রাজ্যসভা নির্বাচনের জন্য বিজ্ঞপ্তির ঘোষণা করেছে ২৪ মে। আগামী ১০ জুন ভোটগ্রহণ করা হবে এবং একই দিনে ফলাফল ঘোষণা করা হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন