Lok Sabha Polls 24: যেখানে বিজেপি দুর্বল সেখানে আচমকাই ভোটের হার বৃদ্ধি! কংগ্রেসের নিশানায় কমিশন

People's Reporter: কংগ্রেসের অভিযোগ, প্রথম তথ্যের থেকে পরের তথ্যে ১ কোটি ৭ লক্ষের ভোটপার্থক্য রয়েছে। যদি কেন্দ্র পিছু হিসাব করা হয় তাহলে ২৮ হাজার করে ভোট বৃদ্ধি পেয়েছে।
কংগ্রেস ছবি প্রতীকী
কংগ্রেস ছবি প্রতীকী ফাইল ছবি ন্যাশনাল হেরাল্ডের সৌজন্যে
Published on

নির্বাচনের শেষে এবং তার কয়েকদিন পরে দেওয়া ভোটের হারের চূড়ান্ত তথ্যে ব্যাপক গরমিল লক্ষ্য করা যাচ্ছে। যা নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের অভিযোগ, যে সকল কেন্দ্রে বিজেপি দুর্বল সেই সব কেন্দ্রেই এই ভোট শতাংশ বৃদ্ধির ঘটনা বেশি ঘটেছে।

কংগ্রেসের অভিযোগ, প্রথম চার দফার নির্বাচনে প্রাথমিকভাবে নির্বাচন কমিশন যে ভোটের হার দেখিয়েছিল পরে আচমকাই তা অনেক বৃদ্ধি পায়। যেটা অস্বাভাবিক। দেখা যাচ্ছে প্রথম তথ্যের থেকে পরের তথ্যে ১ কোটি ৭ লক্ষের ভোটপার্থক্য রয়েছে। যদি কেন্দ্র পিছু হিসাব করা হয় তাহলে ২৮ হাজার করে ভোট বৃদ্ধি পেয়েছে।

হাত শিবির আরও জানায়, প্রথমত নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটের হার দিতে ১০-১১ দিন সময় নিয়েছে। তারপর ভোট শতাংশের মধ্যেও বিস্তর পার্থক্য রয়েছে। এই অবিশ্বাস্য তথ্যের যুক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি যে সমস্ত ইভিএম নিখোঁজ রয়েছে সেই সম্পর্কেও কিছু জানাতে পারেনি কমিশন।

কংগ্রেস নেতা জয়রাম রমেশের প্রশ্ন, নির্বাচন কমিশনের তথ্যে ব্যাপক গরমিল রয়েছে। যে সমস্ত রাজ্যে বিজেপি দুর্বল, এমনকি আসন হারাতেও পারে, সেখানেই ভোটের হারের পার্থক্য তৈরি হয়েছে। এই ঘটনার আসল রহস্যটা কী?

কংগ্রেসের আর এক শীর্ষ নেতা পবন খেরা জানান, কমিশনের তথ্যে ভোটাররা চিন্তিত। এইভাবে তথ্যের বদল হলে আগামী নির্বাচনগুলিতেও প্রভাব পড়বে।

কমিশন সূত্রে খবর, কেন্দ্র পিছু ভোটের হারে বিরাট কিছু পরিবর্তন হয়নি। বিভিন্ন জায়গায় ভোটগ্রহণ হয়েছে। সমস্ত জায়গা থেকে সঠিক তথ্য আসতে সময় লাগছে। সেই কারণেই এই পার্থক্য তৈরি হয়েছে। এতে চিন্তার কিছুই নেই।

কংগ্রেস ছবি প্রতীকী
Lok Sabha Polls 24: এক নজরে ষষ্ঠ দফার নির্বাচনে কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং হেভিওয়েট প্রার্থীরা
কংগ্রেস ছবি প্রতীকী
Lok Sabha Polls 24: আরামবাগে ভোট মিটতেই বামেদের ওপর হামলা, বাদ যাননি মহিলারাও! অভিযুক্ত তৃণমূল

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in