সুকুমার রায়ের 'আবোল-তাবোল' এবার বামেদের ভোট প্রচারের হাতিয়ার। সোশ্যাল মিডিয়ায় বামেদের যে একটা ভাল সমর্থক আছে তা কারুর অজানা নয়। সেই সোশ্যাল মিডিয়াতেই 'আবোল-তাবোল'-কে অনুকরণ করে একাধিক তৃণমূল-বিজেপি বিরোধী ছড়া বানিয়েছে বামেরা। যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
নির্বাচনের সাথে নতুন নতুন ছড়া, গান, প্যারোডি, গণনাট্য সবই বামেদের প্রচার মাধ্যমের অন্যতম হাতিয়ার। বাম কর্মী সমর্থকদের দাবি, ছড়ার মাধ্যমে অতি সহজেই দেশ ও রাজ্যের পরিস্থিতি কেমন তা বোঝানো যায় সাধারণ মানুষকে। সিপিআইএম ডিজিটাল এই ছড়াগুলিকে বানিয়েছে। নাম দেওয়া হয়েছে 'ভোটের আবোল তাবোল'।
ছড়ার মধ্য দিয়েই তুলে ধরা হয়েছে, তৃণমূল থেকে বিজেপি আবার বিজেপি থেকে তৃণমূলে দলবদল করা বিধায়কদের প্রসঙ্গ। এছাড়া রয়েছে, কেন্দ্রীয় সরকারের ওষুধের মূল্যবৃদ্ধি, ধর্ম নিয়ে মানুষে মানুষে বিভেদ, সিএএ-এনআরসি সহ একাধিক বিষয় ছড়ার মাধ্যমে জানানো হয়েছে।
সুকুমার রায়ের আবোল-তাবোলে ছিল 'খুড়োর কল'। বামেদের 'ভোটের আবোল-তাবোলে' নাম বদলে রাখা হয়েছে 'খুড়োর ছল'। নীচে লেখা হয়েছে, 'সেই খুড়ো আজ কল করেছেন আপন বুদ্ধি বলে/ জাতের নামে দেশ ভাঙবেন, দ্বেষ বাড়াবেন ছলে। দেখে এলাম কলটি অতি সহজ এবং সোজা। কাগজ চাইছে পরিচিতি, চলছে ধর্ম খোঁজা'। এই খুঁড়ো কে তা আর বলার অপেক্ষা রাখে না।
আর একটি কবিতা রয়েছে সুকুমার রায়ের 'খিচুড়ি' কবিতার অনুকরণে। সিপিআইএম-এর নির্বাচনীতে নাম দেওয়া হয়েছে - 'ভোটের খিচুড়ি'। কবিতাটি হল - ঘাস ছিল পদ্ম ব্যাকরণ মানি না/ হয়ে গেল বিজেমূল কেমনে তা জানিনা।/ বক কহে কচ্ছপে, "বাহবা কি ফূর্তি!/ অতি খাসা আমাদের বকচ্ছপ মূর্তি।" এই ছড়াতে যে কার্টুনটি ব্যবহার করা হয়েছে তা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আদলে তৈরি, যিনি একসময় তৃণমূলের নেতা ছিলেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন