আচমকাই তেলেঙ্গানা এবং পুদুচেরির রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিলেন তামিলিসাই সুন্দরারাজন। নিজের ইস্তফা পত্র পাঠিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। সূত্রের খবর, আসন্ন লোকসভা নির্বাচন বিজেপির হয়ে নির্বাচনী ময়দানে নামতে পারেন সুন্দরারাজন। সেই কারণেই তড়িঘড়ি পদত্যাগ করলেন তিনি।
সোমবার তেলেঙ্গানায় নির্বাচনী প্রচার করছেন নরেন্দ্র মোদী। আর এদিনই দুটি সাংবিধানিক পদ থেকে ইস্তফা দিলেন তামিলিসাই সুন্দরারাজন। সম্ভবত বিজেপিতে যোগদান করতে চলেছেন তিনি। তেলেঙ্গানা, তামিলনাড়ু এবং পুদুচেরিতে প্রথম দফাতেই নির্বাচন হবে। যার মনোনয়ন জমা শুরু হবে ২০ মার্চ থেকে এবং শেষ হবে ২৭ মার্চ। মনোনয়ন জমার ২ দিন আগেই রাজ্যপালের ইস্তফা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
যদিও প্রাক্তন রাজ্যপাল ঠিক কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা এখনও স্পষ্ট নয়। জানা যাচ্ছে তামিলনাড়ুর তিরুনেলভেলি থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তিনি।
তবে রাজনীতি ময়দানে সুন্দরারাজন নতুন নন। এর আগে তামিলনাড়ুতে বিজেপির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। ২০১৯ লোকসভা নির্বাচনে তামিলনাড়ুর থুট্টুকুড়ি থেকে লড়েছিলেন। কিন্তু ডিএমকে-র কানিমোঝি করুণানিধির কাছে পরাজিত হন। ওই বছরই তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয় তাঁকে। ২০২১ সালে পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর হিসেবেও তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
উল্লেখ্য, ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত তামিলনাড়ুর বিজেপি সভাপতি ছিলেন সুন্দরারাজন। ২০০৭-১০ পর্যন্ত তামিলনাড়ু বিজেপির সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ২০১০-১৩ সাল পর্যন্ত রাজ্য সহ-সভাপতির দায়িত্বে ছিলেন প্রাক্তন রাজ্যপাল। ২০১৩-১৪ পর্যন্ত বিজেপির জাতীয় সম্পাদকের পদ দেওয়া হয় তাঁকে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন