সমস্ত ইভিএম-র ভোট গণনার পাশাপাশি ভিভিপ্যাট (VVPAT) স্লিপের গণনাও করা উচিত নির্বাচন কমিশনের। শীর্ষ আদালতের কাছে করা এক আর্জির ভিত্তিতে নির্বাচনকে আরও স্বচ্ছ করতে ভারতের নির্বাচন কমিশনকে এই নিয়ে নোটিশ দিল দেশের সর্বোচ্চ আদালত।
প্রতিটি নির্বাচনেই ইভিএম এবং ভিভিপ্যাট নিয়ে একগুচ্ছ অভিযোগ থাকে বিরোধীদের। ২০২৪ লোকসভা নির্বাচনে যাতে এই সংক্রান্ত সমস্যার সমাধান হয় তার জন্য তৎপর হয়েছে সুপ্রিম কোর্ট। নির্বাচন ব্যবস্থা স্বচ্ছ রাখার দাবি জানিয়ে এবং ভিভিপ্যাটের স্লিপ গণনার দাবিতে আদালতে মামলা দায়ের হয়।
মামলার শুনানি হয় বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে। মামলাকারীর আবেদন, নির্বাচনের জন্য সরকার প্রায় ৫ হাজার কোটি টাকা খরচ করে ২৪ লক্ষ ভিভিপ্যাট কিনেছে। কিন্তু সিংহভাগ ভিভিপ্যাটের স্লিপ গোনাই হয়না। প্রতিটি বিধানসভায় মাত্র বাছাই করা ৫টি ভিভিপ্যাটের স্লিপ গণনা হয়। ফলে ইভিএম এবং ভিভিপ্যাটের গণনার মধ্যে স্বচ্ছতা থাকে না। তাই এবার থেকে সমস্ত ভিভিপ্যাটের স্লিপ গোনার ব্যবস্থা করুক নির্বাচন কমিশন। প্রয়োজনের অতিরিক্ত লোককে দায়িত্বভার দেওয়া হোক। এমনকি ওই স্লিপগুলি নির্বাচন কক্ষে থাকা একটি ব্যালট বক্সের মধ্যে ফেলারও আবেদন জানান মামলাকারী।
সুপ্রিম কোর্টের নোটিশে বলা হয়, নির্বাচন কমিশনের উচিত সমস্ত ইভিএম (EVM)-র সাথে ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে দেখার। নির্বাচন কমিশনকে পুরো বিষয়টি দেখতে হবে।
শীর্ষ আদালতের নোটিশ পরই সোশ্যাল মিডিয়ায় এই নির্দেশকে স্বাগত জানিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "মানুষের অধিকার সুনিশ্চিত করতে এবং ইভিএমের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি করতে ইন্ডিয়া মঞ্চ নির্বাচন কমিশনের সাথে দেখা করতে চেয়েছিল। কিন্তু নির্বাচন কমিশন তা অস্বীকার করে। আমরা প্রথমেই দাবি করেছিল ১০০ শতাংশ ভিভিপ্যাট গণনা করা হোক। শীর্ষ আদালতের নোটিশ খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আশা করবো নির্বাচনের আগেই এই মামলার রায়দান হবে"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন