তেলেঙ্গানায় ভোটগ্রহণ পর্ব শুরু হয়ে গেল। প্রাথমিক পর্বে রাজ্যের ৩৩টি জেলায় বয়স্কদের জন্য বাড়ি গিয়ে ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে। যা শেষ হবে আগামী ২৬ নভেম্বর। যদিও নির্বাচন কমিশনের তথ্য অনুসারে রাজ্যের নতুন ভোটারদের ফোটো আইডেন্টিটি কার্ড এখনও ছাপার কাজ শেষ হয়নি।
রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক বিকাশ রাজ জানিয়েছেন, ৪৩.৯৬ লক্ষ নতুন ভোটারের মধ্যে ৪০.৭২ লক্ষ ভোটারের ফোটো আইডেন্টিটি কার্ড ছাপা শেষ হলেও বাকি আছে বেশ কিছু ছাপার কাজ। আগামী দু’দিনের মধ্যেই সেই কাজ সম্পন্ন করা হবে।
তিনি আরও জানিয়েছেন, এখনও পর্যন্ত ২৭ লক্ষ ভোটার পরিচয়পত্র ডাক বিভাগের মাধ্যমে পাঠানো হয়েছে এবং বাকি কার্ড আগামী পাঁচ দিনের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে।
মঙ্গলবার রাতে এক প্রেস বিবৃতিতে মুখ্য নির্বাচনী আধিকারিক বিকাশ রাজ জানিয়েছেন, রাজ্যের অধিকাংশ জেলায় ২১ নভেম্বর থেকে বাড়ি গিয়ে ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে। এই প্রক্রিয়া আগামী ২৬ নভেম্বরের মধ্যে শেষ করা হবে।
উল্লেখ্য, তেলেঙ্গানায় এবারই প্রথম ৮০ বছর বা তার চেয়ে বেশি বয়সী নাগরিকদের বাড়ি গিয়ে ভোট গ্রহণের সুবিধা দেওয়া হচ্ছে। এক্ষেত্রে ৮০ বছর বা তার বেশি বয়সী যেসব ভোটার বাড়িতে বসেই ভোট দিতে চান তাঁদের জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন