Telangana Polls: তেলেঙ্গানা ভোটে মোট প্রার্থী ২,২৯০, মুখ্যমন্ত্রীর দুই কেন্দ্রে প্রার্থী ৪৪ ও ৩৯

People's Reporter: নির্বাচন কমিশনের তথ্য অনুসারে এবারের তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে সর্বাধিক প্রার্থী আছেন এল বি নগর কেন্দ্রে। এই কেন্দ্রে মোট প্রার্থী সংখ্যা ৪৮।
নির্বাচনী প্রচারে কেসিআর
নির্বাচনী প্রচারে কেসিআরছবি বিআরএস এক্স হ্যান্ডেলের সৌজন্যে
Published on

তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে লড়াইয়ের ময়দানে রইলেন ২,২৯০ জন প্রার্থী। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত মোট ৬০৮ জন প্রার্থীপদ প্রত্যাহার করে নেবার পর এখন লড়াইয়ের ময়দানে থাকলেন প্রায় ২,৩০০ প্রার্থী। মুখ্য নির্বাচন আধিকারিকের সূত্রে বৃহস্পতিবার এই তথ্য জানা গেছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুসারে এবারের তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে সর্বাধিক প্রার্থী আছেন এল বি নগর কেন্দ্রে। এই কেন্দ্রে মোট প্রার্থী সংখ্যা ৪৮। অন্যদিকে নারায়ণপেট এবং বাঁশওয়াদা কেন্দ্রে প্রার্থীর সংখ্যা সর্বনিম্ন। এই দুই কেন্দ্রে ৭ জন করে প্রার্থী আছেন।

তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে দুটি কেন্দ্র, গাজওয়েল এবং কামারেড্ডি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান মুখ্যমন্ত্রী এবং বিআরএস সভাপতি কে চন্দ্রশেখর রাও। এই দুই কেন্দ্রে প্রার্থী সংখ্যা যথাক্রমে ৪৪ এবং ৩৯ জন।

তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলের বহু নেতা দলীয় মনোনয়ন না পেয়ে নির্দল হিসেবে প্রার্থীপদ জমা দিয়েছিলেন। যদিও মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বুধবারে তাঁদের অধিকাংশই নিজেদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

এর আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের জন্য মোট ২,৮৯৮ জন বৈধ প্রার্থী নিজেদের মনোনয়ন দাখিল করেছেন। মনোনয়ন অবৈধ বলে ঘোষণা করা হয় ৬০৬ জনের।

নির্বাচন কমিশনের তথ্য অনুসারে তেলেঙ্গানায় মোট ভোটারের সংখ্যা ৩.২৬ কোটি। যার মধ্যে পুরুষ ও মহিলা ভোটারের সংখ্যা প্রায় সমান সমান।

এর মধ্যে সেরিলিঙ্গামপল্লী অঞ্চলে ভোটারের সংখ্যা সর্বাধিক, ৭.৩২ লক্ষ এবং ভদ্রাচলমে ভোটার সংখ্যা সবথেকে কম, ১.৪৯ লক্ষ।

১১৯ সদস্যের তেলেঙ্গানা বিধানসভায় ভোটগ্রহণ হবে আগামী ৩০ নভেম্বর এবং ভোট গণনা হবে আগামী ৩ ডিসেম্বর।

নির্বাচনী প্রচারে কেসিআর
Uttarakhand: ৯৬ ঘণ্টা পার, সুড়ঙ্গে আটকে শ্রমিকদের উদ্ধারের জন্য আনা হল অত্যাধুনিক ‘অগার’ মেশিন
নির্বাচনী প্রচারে কেসিআর
JD(S): বিজেপিকে সমর্থনের প্রতিবাদে কেরালা জেডি(এস)-এ ডামাডোল, কর্ণাটকে দুই প্রাক্তন বিধায়কের দলত্যাগ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in